ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাদপন্থীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে মদনে আবারও বিক্ষোভ মিছিল পররাষ্ট্র উপদেষ্টা বর্ডারে দুর্নীতির কারণে ঠেকানো যাচ্ছে না ‘রোহিঙ্গা অনুপ্রবেশ আব্রাম না থাকলে তাকে আমার যোগ্য বলেও মনে করতাম না ওমরাহ শেষে গ্রামে ফিরে খেজুর-জমজমের পানি বিতরণ করল শিশু রিফাত বিদেশে প্রশিক্ষণে ঘুরে-ফিরে একই ব্যক্তি নয়, জুনিয়রদের অগ্রাধিকার কর্মবিরতির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন চিকিৎসকরা রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার গণমাধ্যমের পাঠক-দর্শক-শ্রোতার মতামত জরিপ জানুয়ারিতে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে বিয়ের আগে পরস্পরকে যে প্রশ্নগুলো করা জরুরি

সালমান ‘হত্যা’র বিচার না হলে ‘বিয়ে হবে না’ বলে তরুণের আকুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই দশকের বেশি সময় আগের কথা। রহস্যজনক মৃত্যুতে লোকান্তরে গেছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। নব্বইয়ের শেষ থেকে বিশ শতকের একটা বড় সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন সুদর্শন এই পুরুষ। তরুণ-তরুণীদের কাছে সালমান শাহ স্বপ্নের মানুষ। ভক্তকূলদের এই ভালোবাসা নজির মিলেছে নায়কের মৃত্যুর সংবাদে বেশ কয়েক তরুণ-তরুণীর আত্মহত্যার খবরে। তারপর বাংলা সিনেমায় অনেক নতুন মুখ এসেছে। জনপ্রিয়তার খ্যাতিও পেয়েছেন তারা। তাই বলে ফিকে হয়ে যায়নি ভক্তকূলের ভালোবাসা। নতুন করে সালমান হত্যার বিচারের দাবি তুলেছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গল্প-আড্ডা, সবখানেই সালমানের মৃত্যুর রহস্য উম্মোচনের দাবি। এর মধ্যে দুই তরুণ-তরুণী আলাদা ভিডিওতে এই হত্যার বিচার দাবি করেছেন। বিচার না হলে  তারা আত্মহত্যার হুমকি দিয়েছেন।

তবে তরুণীকে পিছনে ফেলেছেন তরুণ। সালমান হত্যার বিচার দাবির কারণ হলো- বিচার না হলে তার বান্ধবী তাকে বিয়ে করবে না বলে জানিয়েছে। এই বাজিতে জেতার জন্য তিনি বিচার দাবি করছেন।

সম্প্রতি আমেরিকাপ্রবাসী রুবি নামে এক নারী ভিডিও বার্তায় সালমান শাহ হত্যা নিয়ে কথা বলে। এই ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরই আবারও জোরালো হয় সালমান হত্যার বিচার দাবি।

ইউটিউবে এক ভিডিও বার্তায় এক তরুণ কোনো ধরনের রাকঢাক না রেখেই বলেন, ‘আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বাজি হইছে। যদি সালমান শাহ হত্যার বিচার না তাহলে সে আমায় বিয়ে কখনো করবে না। আর যদি বিচার হয় তাহলে সে আমায় বিয়ে করবে।’

একমিনিটের ভিডিওতে এই তরুণ আরও বলেন, ‘সবার কাছে আমার একটা দাবি, সালমান শাহ হত্যার বিচার চাই। কেননা বিচার না পেলে আমার লাইফটা গড়বো না । আমি মরে যাবো। আত্মহত্যা করবো। ’

সালমান শাহ হত্যার বিচারের দাবি জানিয়ে  এই তরুণ বলেন, ‘বিচার না হলে বোঝেন আমার লাইফটার উপায়টা কি হবে।  আমি মরে যাবো, আমার আত্মহত্যা করা। সবার কাছে এমনকি প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ প্লিজ আপনারা সালমান শাহ হত্যার বিচার করুন।’

আর সালমান ভক্ত তরুণী চার মিনিটের ওই ভিডিওতে বলেন, ‘সালমান শাহ হত্যার বিচার না হলে আমি আত্মহত্যা করব’।

ভিডিও বার্তায় ওই নারী আরো বলেন, ‘সালমান শাহকে হত্যা করা হয়েছে তা পানির মতো পরিষ্কার। রুবি সুলতানা নিজেই সবকিছু স্বীকার করেছে। এই হত্যার বিচার কতে হলে প্রথমে রুবি সুলতানাকে দেশে ফিরিয়ে আনতে হবে। ডনসহ সামিরার ফুল ফ্যামিলিকে রিমাণ্ডে আনলে সত্যটা বেরিয়ে আসবে। এর পরও সালমান হত্যার বিচার না হয় ১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর খবর শুনে যেমন করে ৪০-৪২ জন ছেলে-মেয়ে আত্মহত্যা করেছিল, ঠিক তেমনি করে আমি আত্মহত্যা করব। ‘

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সাদপন্থীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে মদনে আবারও বিক্ষোভ মিছিল

সালমান ‘হত্যা’র বিচার না হলে ‘বিয়ে হবে না’ বলে তরুণের আকুতি

আপডেট টাইম : ০৭:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ দুই দশকের বেশি সময় আগের কথা। রহস্যজনক মৃত্যুতে লোকান্তরে গেছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। নব্বইয়ের শেষ থেকে বিশ শতকের একটা বড় সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন সুদর্শন এই পুরুষ। তরুণ-তরুণীদের কাছে সালমান শাহ স্বপ্নের মানুষ। ভক্তকূলদের এই ভালোবাসা নজির মিলেছে নায়কের মৃত্যুর সংবাদে বেশ কয়েক তরুণ-তরুণীর আত্মহত্যার খবরে। তারপর বাংলা সিনেমায় অনেক নতুন মুখ এসেছে। জনপ্রিয়তার খ্যাতিও পেয়েছেন তারা। তাই বলে ফিকে হয়ে যায়নি ভক্তকূলের ভালোবাসা। নতুন করে সালমান হত্যার বিচারের দাবি তুলেছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গল্প-আড্ডা, সবখানেই সালমানের মৃত্যুর রহস্য উম্মোচনের দাবি। এর মধ্যে দুই তরুণ-তরুণী আলাদা ভিডিওতে এই হত্যার বিচার দাবি করেছেন। বিচার না হলে  তারা আত্মহত্যার হুমকি দিয়েছেন।

তবে তরুণীকে পিছনে ফেলেছেন তরুণ। সালমান হত্যার বিচার দাবির কারণ হলো- বিচার না হলে তার বান্ধবী তাকে বিয়ে করবে না বলে জানিয়েছে। এই বাজিতে জেতার জন্য তিনি বিচার দাবি করছেন।

সম্প্রতি আমেরিকাপ্রবাসী রুবি নামে এক নারী ভিডিও বার্তায় সালমান শাহ হত্যা নিয়ে কথা বলে। এই ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরই আবারও জোরালো হয় সালমান হত্যার বিচার দাবি।

ইউটিউবে এক ভিডিও বার্তায় এক তরুণ কোনো ধরনের রাকঢাক না রেখেই বলেন, ‘আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বাজি হইছে। যদি সালমান শাহ হত্যার বিচার না তাহলে সে আমায় বিয়ে কখনো করবে না। আর যদি বিচার হয় তাহলে সে আমায় বিয়ে করবে।’

একমিনিটের ভিডিওতে এই তরুণ আরও বলেন, ‘সবার কাছে আমার একটা দাবি, সালমান শাহ হত্যার বিচার চাই। কেননা বিচার না পেলে আমার লাইফটা গড়বো না । আমি মরে যাবো। আত্মহত্যা করবো। ’

সালমান শাহ হত্যার বিচারের দাবি জানিয়ে  এই তরুণ বলেন, ‘বিচার না হলে বোঝেন আমার লাইফটার উপায়টা কি হবে।  আমি মরে যাবো, আমার আত্মহত্যা করা। সবার কাছে এমনকি প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ প্লিজ আপনারা সালমান শাহ হত্যার বিচার করুন।’

আর সালমান ভক্ত তরুণী চার মিনিটের ওই ভিডিওতে বলেন, ‘সালমান শাহ হত্যার বিচার না হলে আমি আত্মহত্যা করব’।

ভিডিও বার্তায় ওই নারী আরো বলেন, ‘সালমান শাহকে হত্যা করা হয়েছে তা পানির মতো পরিষ্কার। রুবি সুলতানা নিজেই সবকিছু স্বীকার করেছে। এই হত্যার বিচার কতে হলে প্রথমে রুবি সুলতানাকে দেশে ফিরিয়ে আনতে হবে। ডনসহ সামিরার ফুল ফ্যামিলিকে রিমাণ্ডে আনলে সত্যটা বেরিয়ে আসবে। এর পরও সালমান হত্যার বিচার না হয় ১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর খবর শুনে যেমন করে ৪০-৪২ জন ছেলে-মেয়ে আত্মহত্যা করেছিল, ঠিক তেমনি করে আমি আত্মহত্যা করব। ‘

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।