মিডিয়া ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত সংগঠন সালমান শাহ্ স্মৃতি পরিষদ । সালমান শাহ্ স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিবছর এর ন্যায় এবারও আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকাদের মেলার ।
আয়োজকরা জানিয়েছেন , প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহ্ এর ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) চত্বরের উন্মুক্ত মঞ্চে কেক কাটা, আলোচনা সভা, স্মৃতি সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারকাদের মেলার আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত থকবেন দেশের বরেণ্য মিডিয়া ব্যক্তিত্বসহ নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, পরিচালক ও প্রযাজকগণ। টেলিভিশন চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকা শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন সালমান শাহ স্বৃতি পরিষদ।
সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি বলেন , সালমান শাহ-র জন্মবার্ষিকী উৎযাপনের জন্য সাংবাদিক, চলচ্চিত্র, সঙ্গীতসহ মিডিয়ার বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান , আয়োজনকে সফল করতে ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগসহ নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে ।