হাওর বার্তা ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পূর্ণিমা। অনেক দিন ধরেই সিনেমার পর্দায় অনুপস্থিত তিনি। মাঝে মাঝে টিভি নাটকে অভিনয় করছেন। এবারের ঈদেও টিভি পর্দায় পূর্ণিমা অভিনীত ৭টি নাটক প্রচার হতে পারে। এ ছাড়া এবার সিনেমা নিয়ে টিভি পর্দায় হাজির হচ্ছেন এই নায়িকা।
ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। ঈদের পরদিন ছবিটি দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন-ইফতেখার ফাহমি, মিশু সাব্বির, অর্পণা ঘোষ, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ।
এবারের ঈদে ৭টি নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী। এরই মধ্যে তিনটি নাটকের কাজ শেষ হয়েছে। এগুলো হলো-রোমান রুনির ‘অন্ধক্ষণে অন্ধজনে’, এস এ হক অলীকের ‘একটু প্রেম একটু ভালোবাসা’, মাকসুদুর রহমান বিশালের ‘পোর্ট্রেট’।