হাওর বার্তা ডেস্কঃ তিনি চিত্রনায়িকা আবার তিনি প্রযোজক। এবার নামের সাথে যুক্ত হলো আরো একটি পরিচয় ‘কস্টিউম ডিজাইনার’। আর এই সব উপামা যার নামের আগে যুক্ত হয়েছে তিনি ইয়ামিন হক ববি। ঢাকাই সিনেমায় নিজের শক্ত স্থান গড়ে নিয়েছেন তিনি। ববি অভিনীত ও প্রযোজিত ‘বিজলী’ সিনেমার কস্টিউম ডিজাইন ববি নিজেই গণমধ্যমকে জানিয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী।
ববি জানিয়েছেন, বিজলী সিনেমার সকল কস্টিউম ডিজাইন নিজেই করেছেন। এর আগেও টুকটাক কস্টিউম ডিজাইন করেছেন। আশা করছেন, ড্রেসের ডিজাইন দর্শকদের ভালো লাগবে।
তিনি আরো বলেন, ‘ড্রেসের ডিজাইন করতে আমার ভালো লাগে। নিজের ড্রেসের ডিজাইন অধিকাংশ সময় আমি নিজেই করে থাকি।’
‘বিজলী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন ববি। এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার মডেল রণবীর। এতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে। এছাড়া আরো অভিনয় করছেন- ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায়, দিলারা জামান, আহমেদ রুবেলসহ অনেকে।
প্রসঙ্গত, ববির হাতে রয়েছে ইফতেখার চৌধুরীর ‘মালটা’ সিনেমা। এতে ববির বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ। তাছাড়া সরকারি অনুদানের ‘বৃদ্ধাশ্রম’ সিনেমায় ববির বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা এস ডি রুবেল। সিনেমাটি নির্মাণ করছেন স্বপন চৌধুরী।