হাওর বার্তা ডেস্কঃ পরপর দুই ঈদের সিনেমায় কলকাতার জিতের সঙ্গে অভিনয় করেছেন ঢাকার নুসরাত ফারিয়া। এ জুটির তৃতীয় সিনেমাটিও শুটিং ফ্লোরে যাচ্ছে কিছুদিনের মধ্যে।
বেশ আগেই ‘ইন্সপেক্টর নটি কে’ নামের সিনেমাটির প্রি-প্রডাকশন শুরু হয়। লোকেশনও ঠিক হয়ে যায়। ছবির নাম ও নায়িকা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। বুধবার কলকাতায় জিতের অফিসে নতুন ছবিটির মহরত হয়। তখন জানা যায় নাম।
অবশ্যই সপ্তাহখানেক আগেই জানা যায়, জিতের নায়িকা হচ্ছেন নুসরাত। প্রশ্ন উঠেছে কেন বাছাই করা হলো নুসরাতকে। উত্তর দিলেন জিৎ।
মহরতে এ নায়ক বলেন, ‘বেশ কয়েকজন নায়িকার কথা মাথায় ছিল। কিন্তু ‘বস টু’ দেখে সকলেই নুসরাতের খুব প্রশংসা করেছেন। এছাড়া নুসরাত যতটা সুন্দরী দেখতে, ঠিক ততটাই ভালো অভিনয়ও করে। তাই ওকেই আমার নতুন ছবির নায়িকা হিসেবে ফাইনালাইজ় করলাম।’
‘ইন্সপেক্টর নটি কে’ পরিচালনা করছেন অশোক পাতি। ইতালিতে হবে প্রথম ধাপের শুটিং। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে আসবে ইউনিট। এ জন্য নুসরাত টানা ৪০দিনের শিডিউল দিয়েছেন।
পাঞ্জাবি ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’-এর ছায়া অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। গল্পটি হবে কমেডি ও অ্যাকশনের মিশেল। ইতোমধ্যে সিনেমাটির জন্য আগের অ্যাংরিম্যান লুক ঝেড়ে ফেলেছেন জিৎ, তাকে দেখা যাবে রোমান্টিক অবতারে।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড।