ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

একটি বাড়ি একটি খামারসহ সফল প্রকল্পগুলো নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫
  • ৫৩৬ বার

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, দেশের দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ সফল প্রকল্পগুলো নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে।
আজ পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি বাড়ি একটি খামার, সমবায় ও বিআরডিবি এর প্রকল্পগুলোর চলমান কর্মকান্ড নিয়ে জন প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সাইদুল হক চুন্নু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন।
প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ে পক্ষ থেকে নিয়মিত প্রত্যন্ত অঞ্চলে পরিদর্শন করা হচ্ছে। এ সময় চলমান সমস্যাবলী তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী জাতিতে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্পটি সফল বাস্তবায়নে প্রকল্প সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীদের সকল বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। সকলকে লোভ-লালসার উর্ধ্বে উঠে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাখে এই প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
সভায় জানানো হয় জেলার ৯টি উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের মোট উপকারভোগীর সংখ্যা প্রায় ৪০ হাজার দরিদ্র নর-নারী।
পরে প্রতিমন্ত্রী পাবনা ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিদর্শন করেন এবং সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় সমিতির সভাপতি বেবী ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী সমিতির কার্যক্রমকে এগিয়ে নিতে একটি মেডিকেল কলেজ স্থাপনে সহায়তার আশ্বাস দেন।
তিনি সুস্থ ও নিরোগ জাতি গঠনে সমিতির সদস্যদের প্রতি আরো আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

একটি বাড়ি একটি খামারসহ সফল প্রকল্পগুলো নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে

আপডেট টাইম : ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, দেশের দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ সফল প্রকল্পগুলো নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে।
আজ পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি বাড়ি একটি খামার, সমবায় ও বিআরডিবি এর প্রকল্পগুলোর চলমান কর্মকান্ড নিয়ে জন প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সাইদুল হক চুন্নু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন।
প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ে পক্ষ থেকে নিয়মিত প্রত্যন্ত অঞ্চলে পরিদর্শন করা হচ্ছে। এ সময় চলমান সমস্যাবলী তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী জাতিতে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্পটি সফল বাস্তবায়নে প্রকল্প সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীদের সকল বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। সকলকে লোভ-লালসার উর্ধ্বে উঠে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাখে এই প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
সভায় জানানো হয় জেলার ৯টি উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের মোট উপকারভোগীর সংখ্যা প্রায় ৪০ হাজার দরিদ্র নর-নারী।
পরে প্রতিমন্ত্রী পাবনা ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিদর্শন করেন এবং সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় সমিতির সভাপতি বেবী ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী সমিতির কার্যক্রমকে এগিয়ে নিতে একটি মেডিকেল কলেজ স্থাপনে সহায়তার আশ্বাস দেন।
তিনি সুস্থ ও নিরোগ জাতি গঠনে সমিতির সদস্যদের প্রতি আরো আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন।