হাওর বার্তা ডেস্কঃ সানি লিওন মানেই যেন বিতর্ক। তিনি যাই করুন না কেন, তাকে নিয়ে কথার যেন শেষ নেই।
নীল ছবির দুনিয়া ছেড়ে বলিউডে তিনি এখন প্রতিষ্ঠিত নাম। স্বামী ড্যানিয়েল ওয়েবরের সঙ্গে তাই মুম্বইয়েই বাস করছেন তিনি। সম্প্রতি, মহারাষ্ট্রের লাতুর থেকে একটি ২১ মাসের শিশুকন্যাকে দত্তক নিয়েছেন সানি ও ড্যানিয়েল। এবং তা নিয়েও বেশ জল ঘোলা হয় সোশ্যাল মিডিয়ায়।
এক দিকে যেমন শুভেচ্ছার বন্যা বয়ে যায় সানির ‘মা’ হওয়া নিয়ে, তেমনই আবার অকথা-কুকথাও বলতে ছাড়েনি অনেকে।
এবার আরও এক ছবি পোস্ট করলেন সানি লিওন। তার বডিগার্ডের সঙ্গে, যাকে তিনি টুইটারে ‘সিকিউরিটি কনসালটেন্ট’ হিসেবে পরিচয় দিয়েছেন।
সোমবার রাখি বন্ধন উৎসব ছিল। এবং সানি তা পালন করলেন তাঁর বডিগার্ড ইউসুফের হাতে রাখি পরিয়ে। সেদিন তাঁরা দু’জনে লন্ডন থেকে দেশে ফিরছিলেন। আকাশেই ইউসুফের হাতে রাখি পরিয়ে দেন সানি।
সুন্দর সেই মুহূর্তের ছবি ও ভিডিও নিজেই টুইট করেন সানি লিওন।
প্রসঙ্গত, সানি লিওনের এক ভাই আছেন, নাম সন্দীপ ভোরা। ভাইকে রাখি না পরাতে পেরে, তার উদ্দেশে একটি সুন্দর মেসেজও টুইট করেন অভিনেত্রী।