বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না, এমনকি আমিও উপাচার্য হতে পারতাম না।
বুধবার বিএসএমএমইউ’র অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর উপর ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা ও চলচ্চিত্র প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আগামী ১৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিদিন বিকেল ৩টায় চলচ্চিত্র প্রদর্শনী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের আধ্যাপক ডা. এ. কে. এম সালেক। পরিচালনা করেন সহকারী প্রক্টর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এএসএম মোস্তফা জামান।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধু সকল কর্মকান্ডের প্রেরণার উৎস। প্রতিটি কাজেই যাতে এ প্রভাব পড়ে তা দেখতে চাই। তিনি বলেন, জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর স্মরণে চিকিৎসাসেবার মান আরো বাড়াতে ৪০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ কর্মসূচী পালন করতে গিয়ে চিকিৎসাসেবা ও শিক্ষা যাতে ব্যাহত না হয় বরং চিকিৎসা সেবার মান যাতে আরো উন্নত হয় সে চেষ্টা করা হচ্ছে।