হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রোববার দুপুর দেড়টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
প্রেস সচিব জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন আবদুল হামিদ।
চিকিৎসা শেষে আগামী ১২ অগাস্ট দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
এর আগে গত ২৪ এপ্রিল চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ও সেখান থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট যান রাষ্ট্রপতি।
স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় আবদুল হামিদ চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েছেন তিনি।