হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলি। ঢাকাই ছবির উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম। এ পর্যন্ত তিনটি ছবি মুক্তি পেয়েছে তার। ছবিগুলো হচ্ছে- ‘অঙ্গার’, ‘নিয়তি’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’। ছবিগুলো ব্যবসা সফল না হলেও দর্শকের কাছে জলিকে নিয়ে গেছে। চলতি বছরের মার্চ মাসে তার অভিনীত সর্বশেষ মেয়েটি এখন কোথায় যাবে মুক্তি পায়।
ছবিটি গল্পনির্ভর ও কিছুটা অফট্র্যাকের ছিল। এতে জলির অভিনয় বেশ প্রশংসিত হয়। এরপর ৫ মাস অতিক্রম হলেও এ অভিনেত্রীর কোনো ছবি মুক্তি পায়নি। তাই আলোচনার বাইরেই ছিলেন তিনি। সম্প্রতি আবারও আলোচনায় ফিরেছেন তিনি। জাজের বাইরে অন্য প্রযোজনা সংস্থার ছবিতে অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন জলি। এ নিয়েই ফের নতুন করে আলোচনায় এলেন এ নায়িকা।
হাতে থাকা দুইটি ছবির মধ্য রয়েছে নবাগত নির্মাতা বেলাল সানি পরিচালিত ‘ডেঞ্জার জোন’ ও সালমান বিন আকরামের ‘রাজ দ্য নিউ সুলতান’। দুইটি ছবিতেই জলির নায়ক হিসেবে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। এর মধ্যে ডেঞ্জার জোনের শুটিং প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে।
অন্যদিকে রাজ দ্য নিউ সুলতানের শুটিংয়ের জন্য সুইডেন ও নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন জলি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুইটি ছবিই দারুণ গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে ভিন্ন দুই জলিকে দেখতে পাবেন দর্শক। কিছু দিনের মধ্যেই রাজ দ্য নিউ সুলতান ছবির শুটিংয়ের জন্য বিদেশে উড়াল দিতে হবে। এখন সে প্রক্রিয়াই চলছে।