হাওর বার্তা ডেস্কঃ শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক ইমতিয়াজ আলির নতুন ছবি যব হ্যারি মেট সেজল । শাহরুখ খান এবং অনুষ্কা শর্মা –র জুটির তৃতীয় ছবি। ইমতিয়াজ আলির সঙ্গে শাহরুখ-অনুষ্কা দুজনেরই এটি প্রথম ছবি।
মুক্তি পাওয়ার আগে থেকই ছবি ঘিরে দর্শকদের
প্রত্যাশা বেশ ছিল। ইমতিয়াজ আলির ছবি মানেই, বেশ অ্যাডভেঞ্চারাস স্ক্রিপ্ট। ছবির প্রোমো থেকে ট্রেলার, সবকিছুতেই উত্তেজনা বাড়িয়ে রেখেছিলেন ছবির কলাকুশলীরা। আর তার প্রভাবও পড়ল বক্স অফিসে।
যব হ্যারি মেট সেজল ছবি মুক্তি পাওয়ার প্রথম দিনেই দর্শকদের উন্মাদনা লক্ষ করা গেল। আর তাই প্রথম দিনেই ইমতিয়াজ আলির ছবি ব্যবসা করে ফেলল ১৭.২৫ কোটি টাকার। ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা টুইট করে ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন।