ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা শমী কায়সারের ব্যাংক হিসাব তলব আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা

মাছে আসছে অর্থ ও সম্মাননা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা হাওর আর পাহাড়বেষ্টিত। এ উপজেলার বাদে অলুয়া গ্রামের বাসিন্দা ইয়াকুত আলী শিক্ষকতার পাশাপাশি নিজ বাড়ির পাশে ৯ একর জমিতে গড়ে তুলেছেন মৎস্য খামার। তার এ খামারে রয়েছে ১২টি পুকুর। এসব পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে সাফল্য পেয়েছেন তিনি। শুধু মাছ নয়, পুকুরপাড়ে সবজিও চাষ করেছেন। মাছ ও সবজি বিক্রি থেকে অর্থ আসছে। তাছাড়া পুকুরপাড়ের ঘাসে তিনি লালন-পালন করছেন গরু। সফল মাছ চাষি ইয়াকুত আলী পরপর দুইবার উপজেলার সেরা মৎস্য চাষির পুরস্কার পেয়েছেন।

আলাপকালে এসব তথ্য নিশ্চিত করে ইয়াকুত আলী বলেন, মৎস্য খামার গড়ে তোলার পর পুকুরপাড়ে সবজি ও পাড়ের ঘাসে গরু পালন করতে পারছেন তিনি। শুধু তাই নয়, গরুর গোবর ব্যবহার করে বাড়িতে বায়োগ্যাস প্লান্ট তৈরি হয়েছে। এতে নিত্য জ্বালানির সমাধান হচ্ছে। তার মৎস্য খামার গড়ে তোলার পেছনে মূলত অনুপ্রেরণা রয়েছে স্থানীয় যুব উন্নয়ন অধিদফতরের। তিনি মাছ চাষে পরামর্শ নিয়েছেন মৎস্য বিভাগের।

ইয়াকুত আলী বলেন, মাছ চাষ লাভজনক। মাছ চাষে প্রয়োজন জমি, টাকা ও নিজের শ্রম। রাখতে হবে নজর। নিতে হবে সংশ্লিষ্টদের পরামর্শ। এসব মাছে সাফল্য আসা সম্ভব। এভাবে তিনি মাছ করে সাফল্য পাচ্ছেন। আর তার সফলতায় এলাকার বেকার যুবকরাও অনুপ্রাণিত হয়ে মাছ শুরু করেছেন। তারাও সফল হচ্ছেন। তিনি এসব যুবককে পরামর্শ দিয়ে থাকেন। এর মধ্যে মাছ করে সফলতা পেয়েছেন নজরুল ইসলাম, আওলাদ মিয়া, গিয়াস উদ্দিন, খলিলুর রহমান বলেন, ইয়াকুত আলী। উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তা হোসেন শাহ বলেন, প্রভাষক ইয়াকুত আলী কঠোর পরিশ্রমী। তিনি নিজ বাড়িতে মৎস্য খামার গড়ে তুলেছেন। মাছ চাষ করে হয়েছেন সফল। তার বাড়িতে শুধু মৎস্য খামারই নয়, সবজি চাষ হচ্ছে। পুকুরপাড়ের ঘাসে তিনি গরু পালন করছেন। এ গরুর গোবর দিয়ে বায়োগ্যাস প্লান্ট তৈরি করেছেন। প্লান্টের ব্যবহৃত গোবর থেকে তিনি কম্পোস্ট সার তৈরি করতে পারছেন। এ সার দিয়ে বিষমুক্ত ফসল চাষ করছেন। তার বাড়িতে রয়েছে প্রায় নব ধরনের ফলের গাছ। এতে বলা চলে এটি আদর্শ বাড়ি। তার এ সফলতায় অনুপ্রাণিত হয়ে এলাকার বেকার যুবকরা মৎস্য চাষে এগিয়ে এসেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

মাছে আসছে অর্থ ও সম্মাননা

আপডেট টাইম : ০৭:৪৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা হাওর আর পাহাড়বেষ্টিত। এ উপজেলার বাদে অলুয়া গ্রামের বাসিন্দা ইয়াকুত আলী শিক্ষকতার পাশাপাশি নিজ বাড়ির পাশে ৯ একর জমিতে গড়ে তুলেছেন মৎস্য খামার। তার এ খামারে রয়েছে ১২টি পুকুর। এসব পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে সাফল্য পেয়েছেন তিনি। শুধু মাছ নয়, পুকুরপাড়ে সবজিও চাষ করেছেন। মাছ ও সবজি বিক্রি থেকে অর্থ আসছে। তাছাড়া পুকুরপাড়ের ঘাসে তিনি লালন-পালন করছেন গরু। সফল মাছ চাষি ইয়াকুত আলী পরপর দুইবার উপজেলার সেরা মৎস্য চাষির পুরস্কার পেয়েছেন।

আলাপকালে এসব তথ্য নিশ্চিত করে ইয়াকুত আলী বলেন, মৎস্য খামার গড়ে তোলার পর পুকুরপাড়ে সবজি ও পাড়ের ঘাসে গরু পালন করতে পারছেন তিনি। শুধু তাই নয়, গরুর গোবর ব্যবহার করে বাড়িতে বায়োগ্যাস প্লান্ট তৈরি হয়েছে। এতে নিত্য জ্বালানির সমাধান হচ্ছে। তার মৎস্য খামার গড়ে তোলার পেছনে মূলত অনুপ্রেরণা রয়েছে স্থানীয় যুব উন্নয়ন অধিদফতরের। তিনি মাছ চাষে পরামর্শ নিয়েছেন মৎস্য বিভাগের।

ইয়াকুত আলী বলেন, মাছ চাষ লাভজনক। মাছ চাষে প্রয়োজন জমি, টাকা ও নিজের শ্রম। রাখতে হবে নজর। নিতে হবে সংশ্লিষ্টদের পরামর্শ। এসব মাছে সাফল্য আসা সম্ভব। এভাবে তিনি মাছ করে সাফল্য পাচ্ছেন। আর তার সফলতায় এলাকার বেকার যুবকরাও অনুপ্রাণিত হয়ে মাছ শুরু করেছেন। তারাও সফল হচ্ছেন। তিনি এসব যুবককে পরামর্শ দিয়ে থাকেন। এর মধ্যে মাছ করে সফলতা পেয়েছেন নজরুল ইসলাম, আওলাদ মিয়া, গিয়াস উদ্দিন, খলিলুর রহমান বলেন, ইয়াকুত আলী। উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তা হোসেন শাহ বলেন, প্রভাষক ইয়াকুত আলী কঠোর পরিশ্রমী। তিনি নিজ বাড়িতে মৎস্য খামার গড়ে তুলেছেন। মাছ চাষ করে হয়েছেন সফল। তার বাড়িতে শুধু মৎস্য খামারই নয়, সবজি চাষ হচ্ছে। পুকুরপাড়ের ঘাসে তিনি গরু পালন করছেন। এ গরুর গোবর দিয়ে বায়োগ্যাস প্লান্ট তৈরি করেছেন। প্লান্টের ব্যবহৃত গোবর থেকে তিনি কম্পোস্ট সার তৈরি করতে পারছেন। এ সার দিয়ে বিষমুক্ত ফসল চাষ করছেন। তার বাড়িতে রয়েছে প্রায় নব ধরনের ফলের গাছ। এতে বলা চলে এটি আদর্শ বাড়ি। তার এ সফলতায় অনুপ্রাণিত হয়ে এলাকার বেকার যুবকরা মৎস্য চাষে এগিয়ে এসেছেন।