হাওর বার্তা ডেস্কঃ বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । তিনি যেখানেই যান, সেখানেই কিছু না কিছু খবর উঠে আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রিয়াঙ্কার থেকেও প্রিয়াঙ্কার পোশাক থাকে খবরের শিরোনামে। এবারও এমনটাই ঘটল। স্কিন কালারের সাটিন গাউনে লাস্যময়ী প্রিয়াঙ্কার একটি ছবি ইন্টারনেটে ছড়াতেই তা ভাইরাল হয়ে ওঠে।
‘কোয়ান্টিকো’ স্টার প্রিয়াঙ্কাকে কিছুদিন আগেই তাঁর নতুন হলিউড প্রজেক্ট ‘ইজন্ট রোম্যান্টিক’ এর শ্যুটিং -এ দেখা যায়। সে সময়ে তাঁর পরনে ছিল একটি পাতলা সাটিন স্কিন কালারের গাউন। এই পোশাকে প্রিয়াঙ্কা যেন আগের চেয়ে অনেক বেশি লাস্যময়ী হয়ে উঠেছিলেন।
প্রিয়াঙ্কারর গোটা শরীরী ভাষায় উঠে এসেছে আবেদনের ঝলক। কিছুদিন আগেই প্রিয়াঙ্কার ‘ট্রেঞ্চ’ পোশাকটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। আর এবার সাটিন গাউন। বলিউডের পিগি চপস আজকাল যাই করুন না কেন , হলিউডে খ্যাতি পেয়ে , তিনি প্রায়ই থেকে যাচ্ছেন সংবাদে।