হাওর বার্তা ডেস্কঃ এ এফ এ মাল্টিমিডিয়ার প্রথম প্রয়াসে সম্প্রতি শুটিংয়ে যাচ্ছে ‘এম.এম রানা‘ পরিচালিত ‘যন্ত্রনার আগুন‘ সিনেমার টিম পুবাইলে। ছবিটির কাহিনী ও সংলাপ করেছেন জীবন চৌধুরী।
পরিচালক এম এম রানা জানান যে, ‘ইতিমধ্যে যন্ত্রনার আগুন ছবিটির ৬টি গানের রেকডিং সম্পন্ন হয়েছে। যার মধ্যে একটি আইটেম গানও থাকবে। আইটেম গানটি তানিন সুবহা দ্বারা দৃশ্যায়ন করা হবে।
তাছাড়া গানগুলির কথা লিখেছেন জীবন চৌধুরী, মিউজিক সম্পাদনায় আছেন রাজ বাপ্পা ও আলমগীর। এতে অভিনয় করছেন সায়মন সাদিক, জীবন চৌধুরী, সোনালি, সাদে ক বাচচু, শুভ্রত, রেবেকা পারভীন, ড্যানিসিডাক, আমির সিরাজী, শাংকুপাঞ্জা, শিউলী, চিকন আলী, সহজ হাসমত সহ আর অনেকে।’
তানিন সুবহা জানান, ‘বাস্তবতা নিয়ে নির্মিত এ ছবিটিতে দেখা যাবে মানবজীবনে প্রত্যেকটি মানুষের যন্ত্রনার বিভিন্নরূপ। আমি এ গল্পে সাথী নামক সুপার হিট নায়িকা চরিত্রে অভিনয় করব। এ রকম ভিন্নধর্মী চরিত্রে প্রথমবারের মত দর্শকের সামনে হাজির হচ্ছি। আশা করি দর্শকমহল আমাকে বরাবরের মতই গ্রগণ করবেন। তাছাড়া উক্ত ছবিতে আমি প্রথমবারের মত গুনী পরিচালক এম এম রানা ভাইয়ের সাথে কাজ করতে যাচ্ছি, তাতে আমি ভীষণ গর্বিত।’
উল্লেখ্য, তানিন সুবহা এর আগে ১৫ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইতিমধ্যে তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে আর মুক্তির অপেক্ষায় রয়েছে চারটি ছবি। তানিন সুবহার মুক্তির অপেক্ষায় আছে কামরুল কাজল ‘অবাস্তব ভালোবাসা’ জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’, মুকুল নেত্রবাদির ‘দেমাগ’ জাভেদ জাহিদ এর ‘দুই রাজকন্যা’। বর্তমানে গাজী জাহাঙ্গির এর ‘প্রেমের বাঁধন‘ ইমদাদুল হক খানের ” মন নিয়ে লুকোচুরি ” মিজানুর রহমান শামীম এর ‘‘বীর বাঙ্গালী” ও ” দাদা গুরু দূর্গা দেধন’, জাভেদ জাহিদ এর ‘বিড়ঙ্গনা‘, মোহাম্মদ জাকির খানের ‘ডিজিটাল প্রেম’ ও ‘গোপন প্রেম’, মনির হোসেন মিঠুর ‘দুটি চোখের স্বপ্ন তুমি’ মুকুল নেত্রবাদির ‘রাজা রানির গল্প’ এই সব ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।