হাওর বার্তা ডেস্কঃ এবার পুরুষদের মন জয় করার মন্ত্র জানালেন টালিউড অভিনেত্রী পাওলি দাম! তিনি জানান, ‘পুরুষের মন জয়ের উপায়টা খুবই সহজ। একটু রান্নার হাত থাকলেই চলবে।’ এবেলা.ইনের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পাওলি। সম্প্রতি তার অভিনীত ‘মাছের ঝোল’ ছবির প্রচারে পুরুষদের মন জয়ের এই রেসিপি দেন টালিউডের আলোচিত এই অভিনেত্রী। নিজে রান্না করতে ভালোবাসেন পাওলি। তার খাবার খেয়ে যে কেউ পটে যাবে বলেও দাবি করেন তিনি। অবশ্য তার প্রিয় পদ মায়ের হাতের ‘মাছের ঝোল’। তাছাড়া, বাংলাদেশের ইলিশ মাছও নাকি তার খুব পছন্দ।
এক প্রশ্নের পাওলি দাম বলেন, ‘‘আমার জীবনে সাফল্য আর ব্যর্থতা, দুটোই এসেছে। এত দিন ধরে সেটা নিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। অভিনয়ই আমার সেরা ভালবাসা। মঞ্চ অভিনয় দিয়ে শুরু করেছিলাম, আজ এই জায়গায় এসে পৌঁছেছি, এর থেকে আর বেশি কী চাইব।