হাওর বার্তা ডেস্কঃ প্রায় ১০ বছর হয়ে গেল বিয়ে হয়েছে তাদের। বলিউডের প্রথম সারির দম্পতিদের তালিকায় তারা রয়েছেন শুরু থেকেই।কথা হচ্ছে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের। এত দিন পর প্রকাশ্যে এল তাদের বিয়ের একটি অদেখা ছবি!
২০০৭ সালের ২০ এপ্রিল মুম্বাইয়ে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের অনুষ্ঠান ঘিরে বসে চাঁদের হাট। পাপারাৎজিরা বেশ কিছু ছবি তোলেন। দ্রুত তা শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু একটি ছবি নাকি আগে প্রকাশ্যে আসেনি! বলিউড পিকস নামের একটি ইনস্টাগ্রাম পেজে ছবিটি শেয়ার করে ক্যাপশনে সে কথাই লেখা হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে সদ্য বিবাহিত ঐশ্বরিয়া ও অভিষেক। তাদের সঙ্গে ফ্রেম শেয়ার করেছে একটি ছোট ছেলে। অভিষেক জড়িয়ে ধরে রয়েছেন তাকে। কিন্তু সে কে? সেই পরিচয় জানা যায়নি। -আনন্দবাজার