মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট অ্যান্ড ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশনের নেতারা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
এ দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি দুই দিন আগে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘সম্প্রতি মহাসড়কে দুর্ঘটনার কারণ হিসেবে সিএনজিচালিত অটোরিকশাকে দায়ী করে মহাসড়কে তা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত কয়েক দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে চলাচলরত অটোরিকশা জব্দসহ চালকদের গ্রেফতার করছে। এমন পরিস্থিতির কারণে অটোরিকশা মালিক ও চালকরা শঙ্কায় পড়েছেন। এই শিল্পের সঙ্গে জড়িত সদস্যদের রুটি-রুজির যোগান কে দেবে?’
তারা আরো বলেন, ‘যদি সিএনজিচালিত অটোরিকশার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখা হয় তাহলে তা হবে জনসাধারণের চলাচলের ক্ষেত্রে চরম বিঘ্ন সৃষ্টিকারী বিষয়। আমরা মনে করছি, এই নিষেধাজ্ঞা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এটি শুধু একজন মন্ত্রীর সিদ্ধান্ত। তাই অবিলম্বে আমরা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। খুব শিগগিরই আমরা আমাদের এ দাবি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি আকারে পেশ করব। তারপরও যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আইনি লড়াইয়ে যেতে বাধ্য হব।’
নিষেধাজ্ঞা তুলে না নিলে বৃহৎ আন্দোলন গড়ে তোলাসহ মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন এফবিসিসিআইয়ের পরিচালক মো. আবুল আয়েস খান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট অ্যান্ড ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ হাসনাইনসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।