ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আমিরের ‘সিক্রেট সুপারস্টার’এ থাকছে যে বিশেষ চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  চলতি বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার আমির খান অভিনীত আলোচিত ছবি ‘দঙ্গল’। এখনও বক্সঅফিসে ব্যবসা করছে আমির খানের সাড়াজাগানো সিনেমা এটি। তবে এরই মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের ৫১ বছরের এ ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের নতুন ছবির নাম ‘সিক্রেট সুপারস্টার’। ইতোমধ্যে কিছুটা কাজও করেছেন তিনি। এবার জানা গেল, ২০১৭ সালের ৪ আগস্ট থেকে ভারতের সিনেমা হলগুলোতে দর্শক মাতাবে এ ছবি। এটি রচনা ও পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।

চরিত্র এবং সেই চরিত্রের প্রয়োজনে চেহারা পরিবর্তন করতে এমনিতেই আমির খানের জুড়ি মেলা ভার। চরিত্রের চাহিদায় তিনি নিজের চেহারা নিয়ে বারবার নিরীক্ষা করেছেন। কখনও ‘গজনি’তে সিক্স প্যাক অ্যাবস তো কখনও ‘থ্রি ইডিয়েটস’-র জন্য কলেজ ছাত্রের লুকস। কখনও ‘পিকে’ তো কখনও ‘দঙ্গল’। বারবার পরিবর্তন এসেছে তার লুকে। নতুন নতুন অবতারে দর্শকদের কাছে ধরা দিয়েছেন তিনি। তবে ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে আমির খান মূল নায়ক নন। আবার অতিথি চরিত্রও নয়। এটি মূলত একজন গুরুত্বপূর্ণ সংগীত পরিচালকের চরিত্র।

২০১৬’র সাড়াজাগানো স্পোর্টস ড্রামা ‘দঙ্গল’এর ববিতা কুমারীর কথা নিশ্চয়ই মনে আছে দর্শকের? ববিতার ছোট বয়সের চরিত্রে অভিনয় করা জাইরা ওয়াসিমকে এবারে দেখা যাবে আমির খানের নতুন সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’এ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রকাশের পরপরই ভালো সাড়া পেয়েছে ‘সিক্রেট সুপারস্টার’এর মিনি টিজার ও পোস্টার। এ সিনেমায় বাবার নিষেধ সত্ত্বেও এক গান পাগল কিশোরীর বোরখা পরে ইউটিউবে নিজের গান শেয়ার করা ও রাতারাতি তারকা খ্যাতি পাওয়ার গল্প বলা হয়েছে।

পোস্টারে স্কুল ড্রেস পরা জাইরাকে একটি পাতাঝরা পথে হেঁটে যেতে দেখা গেছে। পোস্টারে নজর কেড়েছে গাছের পাতার বদলে কাগজে লেখা গানের স্বরলিপি! টিজারে আমিরকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন রূপে। ‘দঙ্গল’এর বুড়োটে মহাবীর ফোগাতের খোলস ছেড়ে ব্লন্ড চুলের আমিরকে দেখে চমকে যাবেন সকলে।

আসছে দিওয়ালীতে মুক্তি পেতে যাচ্ছে ‘সিক্রেট সুপারস্টার’। ২ আগস্ট প্রকাশিত হবে এর পূর্ণাঙ্গ ট্রেইলার। সামনেই আরেক ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখের বিপরীতে ‘ঠাগস অব হিন্দোস্তান’ সিনেমায় দেখা যাবে আমিরকে। এতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রাগ করে বাড়ি ছেড়েছেন স্ত্রী, অভিমানে যুবকের আত্মহত্যা

আমিরের ‘সিক্রেট সুপারস্টার’এ থাকছে যে বিশেষ চমক

আপডেট টাইম : ০৭:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  চলতি বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার আমির খান অভিনীত আলোচিত ছবি ‘দঙ্গল’। এখনও বক্সঅফিসে ব্যবসা করছে আমির খানের সাড়াজাগানো সিনেমা এটি। তবে এরই মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের ৫১ বছরের এ ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের নতুন ছবির নাম ‘সিক্রেট সুপারস্টার’। ইতোমধ্যে কিছুটা কাজও করেছেন তিনি। এবার জানা গেল, ২০১৭ সালের ৪ আগস্ট থেকে ভারতের সিনেমা হলগুলোতে দর্শক মাতাবে এ ছবি। এটি রচনা ও পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।

চরিত্র এবং সেই চরিত্রের প্রয়োজনে চেহারা পরিবর্তন করতে এমনিতেই আমির খানের জুড়ি মেলা ভার। চরিত্রের চাহিদায় তিনি নিজের চেহারা নিয়ে বারবার নিরীক্ষা করেছেন। কখনও ‘গজনি’তে সিক্স প্যাক অ্যাবস তো কখনও ‘থ্রি ইডিয়েটস’-র জন্য কলেজ ছাত্রের লুকস। কখনও ‘পিকে’ তো কখনও ‘দঙ্গল’। বারবার পরিবর্তন এসেছে তার লুকে। নতুন নতুন অবতারে দর্শকদের কাছে ধরা দিয়েছেন তিনি। তবে ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে আমির খান মূল নায়ক নন। আবার অতিথি চরিত্রও নয়। এটি মূলত একজন গুরুত্বপূর্ণ সংগীত পরিচালকের চরিত্র।

২০১৬’র সাড়াজাগানো স্পোর্টস ড্রামা ‘দঙ্গল’এর ববিতা কুমারীর কথা নিশ্চয়ই মনে আছে দর্শকের? ববিতার ছোট বয়সের চরিত্রে অভিনয় করা জাইরা ওয়াসিমকে এবারে দেখা যাবে আমির খানের নতুন সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’এ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রকাশের পরপরই ভালো সাড়া পেয়েছে ‘সিক্রেট সুপারস্টার’এর মিনি টিজার ও পোস্টার। এ সিনেমায় বাবার নিষেধ সত্ত্বেও এক গান পাগল কিশোরীর বোরখা পরে ইউটিউবে নিজের গান শেয়ার করা ও রাতারাতি তারকা খ্যাতি পাওয়ার গল্প বলা হয়েছে।

পোস্টারে স্কুল ড্রেস পরা জাইরাকে একটি পাতাঝরা পথে হেঁটে যেতে দেখা গেছে। পোস্টারে নজর কেড়েছে গাছের পাতার বদলে কাগজে লেখা গানের স্বরলিপি! টিজারে আমিরকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন রূপে। ‘দঙ্গল’এর বুড়োটে মহাবীর ফোগাতের খোলস ছেড়ে ব্লন্ড চুলের আমিরকে দেখে চমকে যাবেন সকলে।

আসছে দিওয়ালীতে মুক্তি পেতে যাচ্ছে ‘সিক্রেট সুপারস্টার’। ২ আগস্ট প্রকাশিত হবে এর পূর্ণাঙ্গ ট্রেইলার। সামনেই আরেক ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখের বিপরীতে ‘ঠাগস অব হিন্দোস্তান’ সিনেমায় দেখা যাবে আমিরকে। এতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ প্রমুখ।