হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্টের হামলার জন্য কেবল তারেক রহমান এবং তার সাঙ্গপাঙ্গরাই দায়ী নয়, খালেদা জিয়ার ওপরও এর দায় বর্তায়। কারণ তৎকালীন রাষ্ট্রযন্ত্র সহায়তা করেছিল এ হামলায়। সে জন্য খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনতে হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ‘আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস’ শীর্ষক এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ২১ আগস্টের ন্যক্কারজনক গ্রেনেড হামলার বিচারে কেন এত দেরি হচ্ছে জানি না। খালেদা জিয়ার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা এবং তারেক রহমানের পরিচালনায় এ হামলা হয়েছিল।
১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশ নিয়েছিলেন শুধু তাদের মাধ্যমেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। এই হত্যাকাণ্ড দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফল।