হাওর বার্তা ডেস্কঃ আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন অবস্থায় আনোয়ারা অর্থ সংকটে ভুগছেন বলে সংবাদমাধ্যম খবর প্রকাশ করে।
এরপর চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন অভিনেত্রী আনোয়ারার বাসায় গিয়ে দেখা করেন। এ সময় আনোয়ারার স্বামীর খোঁজ খবর নেন তিনি।
আনোয়ারার স্বামী মহিতুল ইসলামের চিকিৎসার জন্য জাজ পাশে থাকবে বলে হাওর বার্তাকে জানান আলিমুল্লাহ খোকন।
১৩ জুলাই আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম স্ট্রোক করেন। রাজধানীর আগারগাঁওয়ে একটি হাসপাতালে ডা. দীন মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে। কিছুদিন আগে প্রযোজকদের কাছে আনোয়ারার পারিশ্রমিকের বকেয়া টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। তবে প্রযোজকদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাননি এই অভিনেত্রী।