হাওর বার্তা ডেস্কঃ পূর্ণাঙ্গ রায় না পড়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আমি শুনেছি কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় নাকি বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ রায় এখনো পড়ি নাই। আমি এই রায় পড়ার পড়ে আমার প্রতিক্রিয়া জানাব।’
মঙ্গলবার (১ আগস্ট) বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে এসব কথা বলেন তিনি।
পূর্ণাঙ্গ রায়ে সংবিধানের ১৬ অনুচ্ছেদ অবৈধ ঘোষণার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘আমি পূর্ণাঙ্গ রায় না পড়া পর্যন্ত কোনো মন্তব্য করব না।