হাওর বার্তা ডেস্কঃ কম্বোডিয়ায় আয়োজিত ৫৭তম এশিয়া-প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি নির্বাচিত হয়েছে বাংলাদেশের অজ্ঞাতনামা’। উৎসবটিতে ১৭টি ক্যাটাগরিতে ২০টি দেশের ৫৪টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পক্ষ থেকে ফরিদুর রেজা সাগর সেরা চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন।
গত ২৮ জুলাই শুক্রবার নমপেনের গার্ডেন সিটি হোটেলে তিন দিনব্যাপী ৫৭তম এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। আয়োজন করে ফেডারেশন অব মোশন প্রডিউসার ইন এশিয়া প্যাসিফিক।
উৎসবে সেরা ছবির পুরস্কার ছাড়াও ‘অজ্ঞাতনামা’ সেরা চিত্রনাট্য ও সেরা সহ-অভিনেতা বিভাগে মনোনয়ন পায়। এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুন, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।