হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীর ওপর ‘মামলা’ দিয়ে নির্যাতন করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী যুবদল।
সোমবার সংগঠনটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
রংপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হল ঝন্টু ও কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান শরীফ মামলার জামিন বাতিলের নিন্দা জানিয়ে এই বিবৃতিটি দেওয়া হয়।
নেতারা বলেন, ‘বর্তমান ভোটবিহীন নির্বাচিত অবৈধ সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে সারাদেশের মানুষের মাঝে একটি আতঙ্ক সৃষ্টির জন্য নিম্ন আদালতের মাধ্যমে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর জুলুম, নির্যাতন, অত্যাচার অব্যাহত রেখেছে।’
নেতারা বলেন, ‘সারা দেশে তুফান মিয়ারা খুন, ধর্ষণের তুফান উঠিয়েছে। সকল সভ্যতা রুচিকে বিসর্জন দিয়ে সারা দেশ আজ তুফান মিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে।’
সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, ‘নিপীড়ন চালিয়ে লাভ হবে না। শিগগিরই সরকারের পতন হবে।’ নেতারা অবিলম্বে ঝন্টুসহ সারাদেশে আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।