ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দলগুলো সমঝোতায় পৌঁছাতে পারবে: আশা সিইসি’র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজসহ বিভিন্ন মহলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) যে সংলাপ, এতে রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে আজ সোমবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি বলেন, ‘এটা আমি বলতে পারবো না। আমারতো মনে হয়, এই সংলাপের মাধ্যমে জনগণ এবং সুশীল সমাজের যারা নির্বাচন নিয়ে ভাবেন, তাদের বার্তা সরকারের কাছে, যারা বিরোধী দলে আছে অথবা যারা সংসদের বিরোধী দলে নেই তাদের কাছে পৌঁছে যাবে।’

তিনি আরও বলেন, ‘তারা মনে হয় একটা সমঝোতায় আসতে পারবে বলে আমার ধারণা। আমার ধারণা- প্রভাব পড়বে, তবে আমরা বাধ্য করতে পারবো কিনা জানি না’।

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন- শুধু নির্বাচনের সময় কেন, তার আগেও আপনাদেরকে ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে যদি কোনো কোনো দল যেমন- এখন যারা ক্ষমতায় আছে, তারা যদি কোনো প্রচারণা চালানোর সুযোগ পায়, অন্যরা যারা আছেন তারা যদি না পায়- এ সব বিষয় তারা আমাদেরকে দেখতে বলেছেন’ যোগ করেন তিনি।

সিইসি বলেন, ‘আজকের আলোচনায় খুব একটা যে ডিফার (মতানৈক্য) করেছে তা কিন্তু নয়। দু-একটা বিষয়ে সামান্য ডিফার করেছে, ওইটা ওরকম না।’

তবে তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মতামতকে আমাদের ওইভাবে গ্রহণ করার সুযোগ নেই। নীতিনির্ধারণের সময় আমাদের যে আইন, সংবিধান আমাদের যে ক্ষমতা দিয়েছে তার আঙ্গিকে যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে, সেই মতামতগুলোই আমরা শুধু গ্রহণ করতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দলগুলো সমঝোতায় পৌঁছাতে পারবে: আশা সিইসি’র

আপডেট টাইম : ০৭:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজসহ বিভিন্ন মহলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) যে সংলাপ, এতে রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে আজ সোমবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি বলেন, ‘এটা আমি বলতে পারবো না। আমারতো মনে হয়, এই সংলাপের মাধ্যমে জনগণ এবং সুশীল সমাজের যারা নির্বাচন নিয়ে ভাবেন, তাদের বার্তা সরকারের কাছে, যারা বিরোধী দলে আছে অথবা যারা সংসদের বিরোধী দলে নেই তাদের কাছে পৌঁছে যাবে।’

তিনি আরও বলেন, ‘তারা মনে হয় একটা সমঝোতায় আসতে পারবে বলে আমার ধারণা। আমার ধারণা- প্রভাব পড়বে, তবে আমরা বাধ্য করতে পারবো কিনা জানি না’।

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন- শুধু নির্বাচনের সময় কেন, তার আগেও আপনাদেরকে ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে যদি কোনো কোনো দল যেমন- এখন যারা ক্ষমতায় আছে, তারা যদি কোনো প্রচারণা চালানোর সুযোগ পায়, অন্যরা যারা আছেন তারা যদি না পায়- এ সব বিষয় তারা আমাদেরকে দেখতে বলেছেন’ যোগ করেন তিনি।

সিইসি বলেন, ‘আজকের আলোচনায় খুব একটা যে ডিফার (মতানৈক্য) করেছে তা কিন্তু নয়। দু-একটা বিষয়ে সামান্য ডিফার করেছে, ওইটা ওরকম না।’

তবে তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মতামতকে আমাদের ওইভাবে গ্রহণ করার সুযোগ নেই। নীতিনির্ধারণের সময় আমাদের যে আইন, সংবিধান আমাদের যে ক্ষমতা দিয়েছে তার আঙ্গিকে যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে, সেই মতামতগুলোই আমরা শুধু গ্রহণ করতে পারবো।