হাওর বার্তা ডেস্কঃ নারী ও শিশু নির্যাতন, ব্যাংক লুট, শেয়ার বাজার ধসে দৃষ্টান্ত স্থাপন করেছে ক্ষমতাসীন দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চ হল রুমে বাংলাদেশ জাতীয়বাদী সাইবার দলের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খাঁন আরো বলেন, গণতন্ত্র বিনষ্ট করা ক্ষমতাসীন দলের কাজ, এছাড়া ওয়ান-ইলেভেনের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের অসংবিধানিক ক্ষমতা হস্তান্তরের কারণে।
এসময় তিনি অভিযোগ করে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিচার বিভাগ পৃথকীকরণ, সংবাদ পত্রের স্বাধীনতা হরণ ও প্রশাসনের কাছে বিচার বিভাগকে অধীন করাসহ বহু অশুভ দৃষ্টান্ত রয়েছে ক্ষমতাসীন দলের।
অনুষ্ঠানে কেক কেটে বাংলাদেশ সাইবার দলের জন্মদিন পালন করা হয়। বাংলাদেশ সাইবার দলের সভাপতি ব্যারিস্টার পারভেজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট শওকত মাহমুদ, প্রধানবক্তা হিসেবে ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খাঁন সোহেল।
এছাড়া জাতীয়তাবাদী সাইবার দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।