হাওর বার্তা ডেস্কঃ শ্রাবণের শুরু থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। গত বুধবার বিকেল থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে যায়। আরো দুই দিন এ অবস্থা অব্যাহত থাকার পর আবারো বাড়বে বৃষ্টিপাত। সোমবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
আবহাওয়াবিদ কামরুল হাসান বলেন, আগামী দুই দিন বৃষ্টিপাত কম থাকবে। এ সময় সূর্য কখনো কখনো তার তেজ পূর্ণরূপে প্রকাশ করবে।
সোমবার সকালে আবহাওয়া অফিস জানায়, আগামী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ ভারি বৃষ্টিপাত হতে পারে।
আগস্টে আবারো নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। তবে এ জন্য সাগরে কোনো নিম্নচাপ বা লঘুচাপের সৃষ্টি হয়নি। ফলে সারা দেশে হালকা বৃষ্টিপাত হবে।
তবে ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বর্ষণ হতে পারে।