হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা যে নায়িকা প্রথম উড়িয়েছিলেন, তিনি ববিতা। ববিতার আজ জন্মদিন। গেল বছরের মতো এবারও তার দেশে অনিককে ছাড়াই জন্মদিনের সময়টা পার করতে হবে। গেল বছর ডিসিআইআইর ছোট ছোট শিশু তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিল এবং তারা ববিতাকে নেচে-গেয়ে মুগ্ধ করেছিল। কিন্তু এবার নেই সে আয়োজন। একেবারে নিজের মতো করে ববিতা এবার জন্মদিনে সময় কাটাবেন বলে জানান।
দীর্ঘদিনের অভিনয়ের পথচলায় অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ববিতা পেয়েছেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি বিভিন্ন সংগঠন কর্তৃক পেয়েছেন আজীবন সম্মাননাও।
যতবারই পুরস্কৃত হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন; পথ চলেছেন নতুন করে নতুন উন্মাদনায়। কিন্তু তারপরও গেল ২০ মে যে সম্মাননা তিনি পেলেন তা তার জীবনের অনেক বড় একটি প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। সেদিন অসাধারণ অভিনয়ের জন্য বিশ্ব চলচ্চিত্র দরবারে আমাদের প্রিয় মাতৃভূমি এবং চলচ্চিত্র ভুবনকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠানে চলচ্চিত্র অভিনেত্রী ববিতাকে কৃতজ্ঞতাস্বরূপ বিশেষ সম্মাননা জানানো হয়।
অসংখ্য অসাধারণ মানুষের অসামান্য অবদানে আমরা পেয়েছি গৌরবোজ্জ্বল বাংলাদেশ। তাদের এ অবদানের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সে ঋণ স্বীকার ও কৃতজ্ঞতা প্রকাশের অঙ্গীকারে ২০১৭ থেকে ওকে ওয়ার্ল্ড ও চ্যানেল আই প্রবর্তন করেছে ‘ওকে ওয়ার্ল্ড-চ্যানেল আই গোল্ড অ্যাওয়ার্ড’ অসাধারণত্বের সম্মাননা। সে অসাধারণত্বের সম্মাননাই যেন তার অভিনয় জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সম্মাননা- এমনটাই জানালেন ববিতা।
ববিতা বলেন, ‘জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু জীবনের এ সময়ে এসে এমন পুরস্কারে মনের ভেতর কত যে ভালোলাগার সৃষ্টি করেছে, তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। আমি একজন বাংলাদেশী হিসেবে সবসময় গর্ববোধ করি। সেই সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছি সত্যজিৎ রায়ের অশনিসংকেত চলচ্চিত্রে অভিনয়ের জন্য। আমি আমার দেশের পতাকাকে বিশ্বের দরবারে চিহ্নিত করেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
বেশ কয়েক বছর হলো আপনাকে চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। তাহলে বিষয়টি কি এমন দাঁড়াচ্ছে যে আপনাকে আর নতুন চলচ্চিত্রে দেখা যাবে না-এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন, ‘একজন শিল্পীর জীবনে গুড বাই বলে কোনো শব্দ নেই। শিল্পী মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে পারেন। আমি আশাবাদী আমাদের চলচ্চিত্রে অবশ্যই সুদিন ফিরে আসবে। সে সুদিন ফিরে এলে গল্প আর চরিত্র ভালো লাগলে আমি আবার অভিনয় করব।