হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার টক শো ‘নো ফিল্টার নেহা’তে অংশ নিয়েছিলেন রণবীর সিং। সেখানে কথিত প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে নিয়েও কথা বলেছেন তিনি।
শো’র এক পর্যায়ে রণবীর সিং বলেন, আমার মনে হয় দীপিকাই সেরা চুমুতে। আপনি কি ‘আগ লাগা দে রে, মুঝে রাং লাগা দে রে (গোলিওঁ কি রাসলীলা : রাম লীলা) গানটা দেখেছেন?
সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘গোলিওঁ কি রাসলীলা : রাম লীলা’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে।