অবশেষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজারের নির্দেশে শিশু রাফিদ স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। ফলে গৌরীপুর পৌর মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে টিসিপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর প্রথম বালক মুতাসিম মাহির রাফিদ এখন পৌর এলাকার যেকোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।
রবিবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এ তথ্য জানান।
নূর মোহাম্মদ জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার টেলিফোনে শিক্ষার্থী রাফিদ সম্পর্কে বিস্তারিত খবর নেন এবং তাকে নিরাপত্তা দিয়ে স্কুলে ভর্তির নির্দেশ দেন। রাফিদের বাবা এ কে এম মাজহারুল আনোয়ারের সাথে মোবাইলে কথা হয়েছে। সোমবার রাফিদের ভর্তি হওয়ার কথা রয়েছে।
অবশ্য এ ব্যাপারে মাজহারুল আনোয়ারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ৮ আগস্ট বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গৌরীপুর আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকিরের নানা অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরেন ধুরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাজহারুল আনোয়ার ও স্ত্রী পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজী সুলতানা। স্থানীয় এমপির অনুমতি ছাড়া বদলীর আদেশপ্রাপ্তির অপরাধে তাদের একমাত্র সন্তান মুতাসিম মাহির রাফিদকে টিসি প্রদান করা হয়। এমনকি এমপির নির্দেশের কারণে পৌর এলাকার কোনো স্কুলে ভর্তির সুযোগ না পাওয়ায় গত ৩ মাস ধরে পড়াশুনা বন্ধ থাকে শিশুটির। রোমহর্ষক এ ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে তোলপাড় শুরু হয় সারাদেশে। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজারের দৃষ্টিগোচর হলে রবিবার সকালে ওই শিক্ষার্থীকে স্কুলে ভর্তির নির্দেশ দেন।