হাওর বার্তা ডেস্কঃ এবার বাংলাদেশি মেয়েরা অংশগ্রহণ করতে যাচ্ছে মিস ওয়ার্ড প্রতিযোগিতায়। চলতি বছর ১৮ নভেম্বর চীনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ৬৭ তম আসরে থাকবে বাংলাদেশি প্রতিযোগীরাও। এ উদ্দেশ্যে দেশের অভ্যন্তরেও শুরু হচ্ছে প্রতিযোগিতা, যার তত্ত্বাবধানে রয়েছে ‘অন্তর শোবিজ’।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানে জানানো হবে যে- দেশের প্রতিযোগীরা কীভাবে এই সম্মানজনক এ আসরে অংশ নেবেন।
‘মিস ওয়ার্ল্ড’ আসরের জন্য ইতোমধ্যে নিবন্ধিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিযোগিতাটি হবে আগামী ২৭ সেপ্টেম্বর । এতে সম্পৃক্ত থাকবেন ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ। এর পরই চীনের মূল আসরে যোগ দেবেন বাংলাদেশি প্রতিযোগী।