ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হুররেম সুলতানের গল্প…

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  ‘হুররেম সুলতান’ নামটির সঙ্গেই চোখের সামনে ভেসে ওঠে অদ্ভুত সুন্দর এক নারীমূর্তি। বিশ্বের অন্যতম সুন্দরী নারীর মধ্যে এ নামটিও এখন উচ্চারিত। তবে কারও কারও কাছে অপূর্ব এ হুররেম এক খলনায়িকা। যার মধ্যে ঘরোয়া রাজনীতির কূটকৌশল ও সম্রাজ্ঞী হওয়ার লোভ প্রবল। কেউবা আবার বলছে, হুররেম যা করছে, ঠিকই আছে। সেসব বাকবিতণ্ডায় নাইবা গেলাম। কিন্তু কে এ হুররেম! তার আসল নাম মারিয়াম উজারলি। বিশ্বব্যাপী জার্মান ও তুর্কি এ অভিনেত্রীর ‘হুররেম সুলতান’ নামেই বেশি পরিচিতি।

এ দেশের পর্দায় হুররেমকে দর্শক আবিষ্কার করেন ‘সুলতান সুলেমান’ নামের টিভি সিরিয়ালের মধ্য দিয়ে। তুর্কি সিরিয়াল ‘মুহতেসেম ইউজিল’, যার ইংরেজি নাম ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’র বাংলায় ডাবিংকৃত টিভি সিরিজটি দেশে প্রচারের পর থেকেই তার সম্পর্কে জানার আগ্রহ বাড়তে থাকে। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা এ হুররেম সুলতানের। অটোমান সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে হুররেমের সাধারণ দাসী থেকে সম্রাজ্ঞী হওয়ার অসাধারণ গল্পের রানী তিনি। যার তীব্র প্রতিদ্বন্দ্বী সুলেমানের প্রথম স্ত্রী মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা। ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এ সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী। ক্ষমতার টানাপড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্র, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনী নিয়ে নির্মিত মেগা সিরিয়ালে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি হুররেম সুলতান। এ অপরূপ সুন্দরী রানীর কারণেই ধীরে ধীরে সুলতানের প্রাসাদে দানা বাঁধতে থাকে বিদ্বেষ। পরিপ্রেক্ষিতেই ক্রমেই ধ্বংসের দিকে যেতে থাকে অটোম্যানরা। মজার ব্যাপার হলো, অটোম্যান সাম্রাজ্যের ওই রানী বলতে এখন বিশ্বের সবাই মারিয়াম উজেরলিকে চিনে থাকেন।

চরিত্রের সঙ্গে একেবারেই মিশে গিয়েছিলেন তিনি। জার্মান এ মডেলকে এ চরিত্রে নেয়াটা হুট করেই যেন হয়েছে। ইতিহাসনির্ভর এ হুররেম চরিত্রের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় আট মাস ধরে চলে ‘হুররেম’এর খোঁজ। এরপর ২০ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে ওই চরিত্রের জন্য নির্বাচিত হন মারিয়াম। সুলতান সুলেমানে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে বিভিন্ন সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী মারিয়াম বলেন, হঠাৎ শুটিংয়ের জন্য তুরস্কে আসার আমন্ত্রণ জানানো হয়। শুটিংয়ের জন্য পাকা ২ বছর হোটেলেই থাকতে হয়েছে আমাকে।’

সুলতান সুলেমানের আগেও জার্মান প্রডাকশনে টেলিভিশন সিরিজ নটরুফ হাফেনকান্তে, আইন ফাল ফ্যুয়ের সোয়াই ছাড়াও সিনেমা জার্নি অব নো রিটার্ন, ইয়েটস আবের বালেট ছবিতে অভিনয় করেন মারিয়াম। কিন্তু ২০১১ সালের সুলতান সুলেমানে অভিনয়ের মধ্য দিয়েই সর্বাধিক খ্যাতির দেখা পান এ তারকা। সিরিয়ালে ব্যতিক্রমধর্মী অভিনয়ের জন্য ২০১২ সালে তিনি পেয়ে যান গোল্ডেন বাটারফ্লাই অ্যাওয়ার্ড।

নিউইয়র্কভিত্তিক ম্যান’স ম্যাগাজিন জিকিউয়ের দৃষ্টিতে নির্বাচিত হন ‘ওম্যান অব দি ইয়ার’ হিসেবে। কিন্তু দুর্ভাগ্যবশত শারীরিক অসুস্থতার জন্য ২০১৩ সালে এ মেগা সিরিয়ালে আর অভিনয় করতে পারেননি হুররেম। সিরিয়ালের ১০৩ পর্ব থেকে মারিয়ামের বদলে হুররেম হিসেবে পর্দায় আসেন ভেহিদ পারসিন। ব্যক্তিজীবনে এক সন্তানের জননী তিনি। মডেলিং বা অভিনয়ের সঙ্গে এখনও দিব্যি সংসার করে ফিরছেন অটোম্যান সাম্রাজ্যের এ প্রতীকী রানী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হুররেম সুলতানের গল্প…

আপডেট টাইম : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  ‘হুররেম সুলতান’ নামটির সঙ্গেই চোখের সামনে ভেসে ওঠে অদ্ভুত সুন্দর এক নারীমূর্তি। বিশ্বের অন্যতম সুন্দরী নারীর মধ্যে এ নামটিও এখন উচ্চারিত। তবে কারও কারও কাছে অপূর্ব এ হুররেম এক খলনায়িকা। যার মধ্যে ঘরোয়া রাজনীতির কূটকৌশল ও সম্রাজ্ঞী হওয়ার লোভ প্রবল। কেউবা আবার বলছে, হুররেম যা করছে, ঠিকই আছে। সেসব বাকবিতণ্ডায় নাইবা গেলাম। কিন্তু কে এ হুররেম! তার আসল নাম মারিয়াম উজারলি। বিশ্বব্যাপী জার্মান ও তুর্কি এ অভিনেত্রীর ‘হুররেম সুলতান’ নামেই বেশি পরিচিতি।

এ দেশের পর্দায় হুররেমকে দর্শক আবিষ্কার করেন ‘সুলতান সুলেমান’ নামের টিভি সিরিয়ালের মধ্য দিয়ে। তুর্কি সিরিয়াল ‘মুহতেসেম ইউজিল’, যার ইংরেজি নাম ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’র বাংলায় ডাবিংকৃত টিভি সিরিজটি দেশে প্রচারের পর থেকেই তার সম্পর্কে জানার আগ্রহ বাড়তে থাকে। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা এ হুররেম সুলতানের। অটোমান সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে হুররেমের সাধারণ দাসী থেকে সম্রাজ্ঞী হওয়ার অসাধারণ গল্পের রানী তিনি। যার তীব্র প্রতিদ্বন্দ্বী সুলেমানের প্রথম স্ত্রী মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা। ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এ সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী। ক্ষমতার টানাপড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্র, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনী নিয়ে নির্মিত মেগা সিরিয়ালে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি হুররেম সুলতান। এ অপরূপ সুন্দরী রানীর কারণেই ধীরে ধীরে সুলতানের প্রাসাদে দানা বাঁধতে থাকে বিদ্বেষ। পরিপ্রেক্ষিতেই ক্রমেই ধ্বংসের দিকে যেতে থাকে অটোম্যানরা। মজার ব্যাপার হলো, অটোম্যান সাম্রাজ্যের ওই রানী বলতে এখন বিশ্বের সবাই মারিয়াম উজেরলিকে চিনে থাকেন।

চরিত্রের সঙ্গে একেবারেই মিশে গিয়েছিলেন তিনি। জার্মান এ মডেলকে এ চরিত্রে নেয়াটা হুট করেই যেন হয়েছে। ইতিহাসনির্ভর এ হুররেম চরিত্রের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় আট মাস ধরে চলে ‘হুররেম’এর খোঁজ। এরপর ২০ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে ওই চরিত্রের জন্য নির্বাচিত হন মারিয়াম। সুলতান সুলেমানে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে বিভিন্ন সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী মারিয়াম বলেন, হঠাৎ শুটিংয়ের জন্য তুরস্কে আসার আমন্ত্রণ জানানো হয়। শুটিংয়ের জন্য পাকা ২ বছর হোটেলেই থাকতে হয়েছে আমাকে।’

সুলতান সুলেমানের আগেও জার্মান প্রডাকশনে টেলিভিশন সিরিজ নটরুফ হাফেনকান্তে, আইন ফাল ফ্যুয়ের সোয়াই ছাড়াও সিনেমা জার্নি অব নো রিটার্ন, ইয়েটস আবের বালেট ছবিতে অভিনয় করেন মারিয়াম। কিন্তু ২০১১ সালের সুলতান সুলেমানে অভিনয়ের মধ্য দিয়েই সর্বাধিক খ্যাতির দেখা পান এ তারকা। সিরিয়ালে ব্যতিক্রমধর্মী অভিনয়ের জন্য ২০১২ সালে তিনি পেয়ে যান গোল্ডেন বাটারফ্লাই অ্যাওয়ার্ড।

নিউইয়র্কভিত্তিক ম্যান’স ম্যাগাজিন জিকিউয়ের দৃষ্টিতে নির্বাচিত হন ‘ওম্যান অব দি ইয়ার’ হিসেবে। কিন্তু দুর্ভাগ্যবশত শারীরিক অসুস্থতার জন্য ২০১৩ সালে এ মেগা সিরিয়ালে আর অভিনয় করতে পারেননি হুররেম। সিরিয়ালের ১০৩ পর্ব থেকে মারিয়ামের বদলে হুররেম হিসেবে পর্দায় আসেন ভেহিদ পারসিন। ব্যক্তিজীবনে এক সন্তানের জননী তিনি। মডেলিং বা অভিনয়ের সঙ্গে এখনও দিব্যি সংসার করে ফিরছেন অটোম্যান সাম্রাজ্যের এ প্রতীকী রানী।