হাওর বার্তা ডেস্কঃ দর্শকপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। নাট্যশিল্পীদের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন উর্মিলা। ঢালাও কাজের চেয়ে ভাল গল্প ও চরিত্রের প্রতি বেশি মনোযোগী হওয়ার চেষ্টার করছেন এ অভিনেত্রী।
উর্মিলা বলেন, ‘অনেক কাজই তো করেছি এতদিন। এখন একটু মানের দিকে মনোযোগী হবো। বেছে বেছে কাজ করব। স্ক্রিপ্ট ও চরিত্র পছন্দ না হলে কাজই করব না। ভালো ভালো কিছু কাজ করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যেন আমার কাজগুলো প্রশংসিত হয়।’
গত ঈদে বেশ কয়েকটি আলোচিত নাটকের অভিনেত্রী ছিলেন উর্মিলা। সেই ধারাবাহিকতায় উর্মিলা শ্রাবন্তী করকে নিয়ে অনন্যা রুমা নির্মাণ করছেন একটি চলচ্চিত্র। অনন্যা রুমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় উর্মিলা দ্বিতীয়বারের মতো ‘এই শহরে’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন।