ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৭ বছর পর শাকিব খানের নায়িকা মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  শাকিব খানের সঙ্গে আবার চলচ্চিত্রে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। তবে একটি নয়, একসঙ্গে দুটি ছবিতে। নাম ‘আমি নেতা হব’ আর ‘মামলা হামলা ঝামেলা’। ছবি দুটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া এবং পরিচালনা করবেন উত্তম আকাশ।

প্রযোজক প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সেলিম খান  বলেন, আমি নেতা হব’ ও ‘মামলা হামলা ঝামেলা’ দুটি ছবিতেই মিমকে চুক্তিবদ্ধ করেছি। সাইনিং মানিও দিয়েছি। দুই ছবিতে মিমের বিপরীতে শাকিব খান অভিনয় করবেন। এর মধ্যে ‘আমি নেতা হব’ ছবিতে শাকিব-মিম ছাড়াও অভিনয় করবেন মিষ্টি জান্নাত। এই ছবিতে মিষ্টি জান্নাতের সঙ্গে অভিনয় করার কথা ছিল নবাগত সুপ্তির। কিন্তু গল্পের প্রয়োজনে মিমকে আনা হয়েছে।

সেলিম খান আরো বলেন, কেউ কথা রাখে না’ নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য নায়িকা বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। মিম অথবা বুবলী এই দু’জনের মধ্যে একজনকে নেয়া হবে। আর সুপ্তি থাকবেন।

শাকিব খানের সঙ্গে মিম প্রথম অভিনয় করেন ২০০৯ সালে, ছবির নাম ‘আমার প্রাণের প্রিয়া’। পরিচালক জাকির হোসেন রাজু। ওই সময় দারুণ ব্যবসা সফল হয়েছিল ছবিটি। সাত বছর পর আবার শাকিব খান আর মিম একসঙ্গে দুটি ছবিতে কাজ করতে যাচ্ছেন, তাই দারুণ খুশি মিম। বললেন, ওটা ছিল আমার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি। চলচ্চিত্রে ছিলাম প্রায় নতুন। আশা করছি এবারের ছবি দুটি আরও ভালো হবে।

এ বিষয়ে মিম হাওর বার্তাকে বলেন, সোমবার দুপুরে ‘আমি নেতা হব’ ও ‘মামলা হামলা ঝামেলা’ ছবি দুটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আগামী ১ আগস্ট থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, অনেক বছর পর শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি, তাও আবার জোড়া ছবিতে। খুব ভালো লাগছে।

মিম আরো জানান, এবার ঈদুল আজহায় কোনো টিভি নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করবেন না তিনি।

এদিকে, মঙ্গলবার থেকে ‘আমি নেতা হব’ ও ‘মামলা হামলা ঝামেলা’ ছবি দুটির মহরত ও শুটিং শুরু হওয়ায় কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। কারণ, ছবি দুটির মহরতে শীর্ষ স্থানীয় একজন রাজনৈতিক নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ছিল। তবে তিনি সিঙ্গাপুরে থাকায় তা আর হয়নি। অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে শুটিং ও মরহত কোনোটাই শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সেলিম খান।

তিনি আরো বলেন, আগামী ২৮ অথবা ৩১ জুলাই, যেকোনো একদিন ধুমধাম করে তিন ছবির মহরত করে একটানা দুই ছবির শুটিং শুরু করব। এ ছাড়া সবগুলো (তিনটি) ছবিতেই অভিনয় করবেন ওমর সানি-মৌসুমী।

উল্লেখ্য, শাকিব খান ও মিম বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধেন ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে। জাকির হোসেন রাজু পরিচালিত ওই ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে এবং সুপার-ডুপার হিট হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

৭ বছর পর শাকিব খানের নায়িকা মিম

আপডেট টাইম : ০৭:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  শাকিব খানের সঙ্গে আবার চলচ্চিত্রে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। তবে একটি নয়, একসঙ্গে দুটি ছবিতে। নাম ‘আমি নেতা হব’ আর ‘মামলা হামলা ঝামেলা’। ছবি দুটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া এবং পরিচালনা করবেন উত্তম আকাশ।

প্রযোজক প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সেলিম খান  বলেন, আমি নেতা হব’ ও ‘মামলা হামলা ঝামেলা’ দুটি ছবিতেই মিমকে চুক্তিবদ্ধ করেছি। সাইনিং মানিও দিয়েছি। দুই ছবিতে মিমের বিপরীতে শাকিব খান অভিনয় করবেন। এর মধ্যে ‘আমি নেতা হব’ ছবিতে শাকিব-মিম ছাড়াও অভিনয় করবেন মিষ্টি জান্নাত। এই ছবিতে মিষ্টি জান্নাতের সঙ্গে অভিনয় করার কথা ছিল নবাগত সুপ্তির। কিন্তু গল্পের প্রয়োজনে মিমকে আনা হয়েছে।

সেলিম খান আরো বলেন, কেউ কথা রাখে না’ নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য নায়িকা বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। মিম অথবা বুবলী এই দু’জনের মধ্যে একজনকে নেয়া হবে। আর সুপ্তি থাকবেন।

শাকিব খানের সঙ্গে মিম প্রথম অভিনয় করেন ২০০৯ সালে, ছবির নাম ‘আমার প্রাণের প্রিয়া’। পরিচালক জাকির হোসেন রাজু। ওই সময় দারুণ ব্যবসা সফল হয়েছিল ছবিটি। সাত বছর পর আবার শাকিব খান আর মিম একসঙ্গে দুটি ছবিতে কাজ করতে যাচ্ছেন, তাই দারুণ খুশি মিম। বললেন, ওটা ছিল আমার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি। চলচ্চিত্রে ছিলাম প্রায় নতুন। আশা করছি এবারের ছবি দুটি আরও ভালো হবে।

এ বিষয়ে মিম হাওর বার্তাকে বলেন, সোমবার দুপুরে ‘আমি নেতা হব’ ও ‘মামলা হামলা ঝামেলা’ ছবি দুটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আগামী ১ আগস্ট থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, অনেক বছর পর শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি, তাও আবার জোড়া ছবিতে। খুব ভালো লাগছে।

মিম আরো জানান, এবার ঈদুল আজহায় কোনো টিভি নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করবেন না তিনি।

এদিকে, মঙ্গলবার থেকে ‘আমি নেতা হব’ ও ‘মামলা হামলা ঝামেলা’ ছবি দুটির মহরত ও শুটিং শুরু হওয়ায় কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। কারণ, ছবি দুটির মহরতে শীর্ষ স্থানীয় একজন রাজনৈতিক নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ছিল। তবে তিনি সিঙ্গাপুরে থাকায় তা আর হয়নি। অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে শুটিং ও মরহত কোনোটাই শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সেলিম খান।

তিনি আরো বলেন, আগামী ২৮ অথবা ৩১ জুলাই, যেকোনো একদিন ধুমধাম করে তিন ছবির মহরত করে একটানা দুই ছবির শুটিং শুরু করব। এ ছাড়া সবগুলো (তিনটি) ছবিতেই অভিনয় করবেন ওমর সানি-মৌসুমী।

উল্লেখ্য, শাকিব খান ও মিম বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধেন ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে। জাকির হোসেন রাজু পরিচালিত ওই ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে এবং সুপার-ডুপার হিট হয়।