ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যালিগ্রাফিতে তারুণ্যের ছোঁয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৩৬৫ বার
হাওর বার্তা ডেস্কঃ  সাবিহা নওরীন আঁকা ছবিটা ঠিক ক্যালিগ্রাফি নয় পেন্সিল স্কেচে আঁকা তার শিল্পকর্মটি ক্যালিগ্রাফির গণ্ডি ছাপিয়ে ভিন্ন দ্যোতনা নিয়ে হাজির হয়েছে শিল্পরসিকদের সামনে। সাধারণত আমরা আরবি হরফের ক্যালিগ্রাফি প্রদর্শনী দেখি। তবে তরুণদের ক্যালিগ্রাফিতে এসেছে নতুনত্ব। শুধু আরবি হরফে সীমাবদ্ধ না থেকে বাংলা ইংরেজিরও ক্যালিগ্রাফি করেছে। অনেকে ক্যালিগ্রাফি অবলম্বনে পেন্সিল স্কেচে এঁকেছেন ভিন্নধর্মী ছবি। সব মিলিয়ে তরুণদের আঁকায় নতুন প্রাণ এসেছে প্রথাগত ক্যালিগ্রাফিতে।
দেশের নানা প্রান্তের তরুণদের আঁকা ক্যালিগ্রাফি নিয়ে গতকাল শুরু হয়েছে প্রদর্শনী। ধানমন্ডির মাইডাস ভবনের ইএমকে সেন্টারে শুরু হয়েছে দুইদিনের এ প্রদর্শনী। জাগো ফাউন্ডেশনের শাখা সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ এর উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশের ঢাকা জেলার প্রজেক্ট অফিসার মো. গোলাম মোস্তফা ইমন বলেন, এবারের প্রদর্শনীটি আমাদের তৃতীয় আয়োজন। এর আগে ২০১৪ ও ২০১৬ সালেও আমরা ক্যালিগ্রাফি প্রদর্শনী করেছি। ধীরে ধীরে তরুণদের মাঝে ক্যালিগ্রাফির প্রতি আগ্রহ বাড়ছে। তিনি জানান, আজ মঙ্গলবার প্রদর্শনীর শেষ দিনে তিনজন শ্রেষ্ঠ ক্যালিগ্রাফি শিল্পীকে পুরস্কৃত করা হবে।
শুরু হচ্ছে ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনী: আগামীকাল বুধবার শুরু হচ্ছে ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠালগ্ন ১৯৭৪ সাল থেকেই হয়ে আসছে জাতীয় চারুকলা প্রদর্শনী। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আগামী জাতীয় চিত্রশালায় চলবে এ প্রদর্শনী।
বিকালে জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি সচিব মো. ইব্রাহীম হোসেন খান ও বরেণ্য শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান। উদ্বোধনী পর্বে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের পুরস্কার প্রদান করা হবে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীতে ৩৩২ জন শিল্পীর ৩৮৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এরমধ্যে চিত্রকলা-২৬৫টি, ভাস্কর্য শিল্পকর্ম-৬৩টি, স্থাপনা শিল্পকর্ম-৪৭ (ভিডিও-৯টি) ও নিউমিডিয়া-৯টি। নির্বাচন কমিটির সদস্যবৃন্দরা হলেন- শিল্পী তরুণ ঘোষ, শিল্পী রণজিত্ দাস, শিল্পী নাসরীন বেগম, শিল্পী মোস্তফা জামান মিঠু ও শিল্পী রফি হক।
এবারে জাতীয় চারুকলা প্রদর্শনীতে ১০টি পুরস্কার প্রবর্তন করা হয়েছে। পুরস্কারগুলো যথাক্রমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে দুই লাখ টাকার সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার ১টি এবং ৪টি মাধ্যমে এক লাখ টাকার সম্মান পুরস্কার ৪টি। এছাড়াও এক লাখ টাকার বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার-১টি, পঞ্চাশ হাজার টাকার এবি ব্যাংক পুরস্কার-১টি, পঞ্চাশ হাজার টাকার ভাষা সৈনিক গাজীউল হক পুরস্কার-১টিসহ— সর্বমোট ১০টি পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রদানের লক্ষ্যে বিচারকমণ্ডলীর সদস্যবৃন্দ হলেন- শিল্পী  সৈয়দ আবুল বারক্ আলভী, শিল্পী মনসুর উল করিম, শিল্পসমালোচক মঈনউদ্দিন খালেদ, শিল্পী জামাল আহমেদ ও শিল্পী কনক চাঁপা চাকমা।
প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য পটচিত্র। আর এ পটচিত্র নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন শিল্পী শম্ভু আচার্য। ভালোবাসার সঙ্গে নিবিড় মনোযোগ দিয়ে বংশপরম্পরায় তারা আঁকড়ে ধরে রেখেছেন শিল্পটিকে। এ শিল্প নির্মাণের জন্য শিল্পীকে কারও মুখাপেক্ষী হতে হয় না। নবম প্রজন্মের এই শিল্পী তাদের বিশেষ ঘরানার গাজীর পট থেকে শুরু করে রাধা-কৃষ্ণ, বাউল, বৈষ্ণব, গ্রামীণ জীবনে নারী, বাংলার প্রকৃতি ইত্যাদি নানা বিষয়ে ৪১টি ছবি এঁকেছেন এই প্রদর্শনীর জন্য। তার কাজের বৈশিষ্ট্য হচ্ছে ক্যানভাস, রঙ- সব দেশজ উপকরণ থেকে হাতে তৈরি করেন।
ঢাকার ইএমকে সেন্টারের আয়োজনে পহেলা জুলাই শুরু হয়েছে শম্ভু আচার্যের একক চিত্র প্রদর্শনী ‘পটচিত্র কথা’। বর্ণময়তার উদ্ভাসিত শম্ভু আচার্যের পটচিত্র। বিচিত্র বিষয়ের সঙ্গে বিভাময় রঙের ব্যবহার ছুঁয়ে যায় শিল্পপ্রেমীর মন। দুই নারী, হাতপাখা হাতে রমণী, স্নানরতা নারী, গাজীর পট কিংবা কলা ও পাখি শিরোনামের চিত্রকর্মগুলোর সৃজন মাধুর্য ছুঁয়ে যায় শিল্পরসিকের মন। রঙের উজ্জ্বলতা হূদয়ে ছড়ায় প্রশান্তির আমেজ।
শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রদর্শনীটি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে ২৭ জুলাই পর্যন্ত।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ক্যালিগ্রাফিতে তারুণ্যের ছোঁয়া

আপডেট টাইম : ১২:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
হাওর বার্তা ডেস্কঃ  সাবিহা নওরীন আঁকা ছবিটা ঠিক ক্যালিগ্রাফি নয় পেন্সিল স্কেচে আঁকা তার শিল্পকর্মটি ক্যালিগ্রাফির গণ্ডি ছাপিয়ে ভিন্ন দ্যোতনা নিয়ে হাজির হয়েছে শিল্পরসিকদের সামনে। সাধারণত আমরা আরবি হরফের ক্যালিগ্রাফি প্রদর্শনী দেখি। তবে তরুণদের ক্যালিগ্রাফিতে এসেছে নতুনত্ব। শুধু আরবি হরফে সীমাবদ্ধ না থেকে বাংলা ইংরেজিরও ক্যালিগ্রাফি করেছে। অনেকে ক্যালিগ্রাফি অবলম্বনে পেন্সিল স্কেচে এঁকেছেন ভিন্নধর্মী ছবি। সব মিলিয়ে তরুণদের আঁকায় নতুন প্রাণ এসেছে প্রথাগত ক্যালিগ্রাফিতে।
দেশের নানা প্রান্তের তরুণদের আঁকা ক্যালিগ্রাফি নিয়ে গতকাল শুরু হয়েছে প্রদর্শনী। ধানমন্ডির মাইডাস ভবনের ইএমকে সেন্টারে শুরু হয়েছে দুইদিনের এ প্রদর্শনী। জাগো ফাউন্ডেশনের শাখা সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ এর উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশের ঢাকা জেলার প্রজেক্ট অফিসার মো. গোলাম মোস্তফা ইমন বলেন, এবারের প্রদর্শনীটি আমাদের তৃতীয় আয়োজন। এর আগে ২০১৪ ও ২০১৬ সালেও আমরা ক্যালিগ্রাফি প্রদর্শনী করেছি। ধীরে ধীরে তরুণদের মাঝে ক্যালিগ্রাফির প্রতি আগ্রহ বাড়ছে। তিনি জানান, আজ মঙ্গলবার প্রদর্শনীর শেষ দিনে তিনজন শ্রেষ্ঠ ক্যালিগ্রাফি শিল্পীকে পুরস্কৃত করা হবে।
শুরু হচ্ছে ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনী: আগামীকাল বুধবার শুরু হচ্ছে ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠালগ্ন ১৯৭৪ সাল থেকেই হয়ে আসছে জাতীয় চারুকলা প্রদর্শনী। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আগামী জাতীয় চিত্রশালায় চলবে এ প্রদর্শনী।
বিকালে জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি সচিব মো. ইব্রাহীম হোসেন খান ও বরেণ্য শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান। উদ্বোধনী পর্বে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের পুরস্কার প্রদান করা হবে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীতে ৩৩২ জন শিল্পীর ৩৮৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এরমধ্যে চিত্রকলা-২৬৫টি, ভাস্কর্য শিল্পকর্ম-৬৩টি, স্থাপনা শিল্পকর্ম-৪৭ (ভিডিও-৯টি) ও নিউমিডিয়া-৯টি। নির্বাচন কমিটির সদস্যবৃন্দরা হলেন- শিল্পী তরুণ ঘোষ, শিল্পী রণজিত্ দাস, শিল্পী নাসরীন বেগম, শিল্পী মোস্তফা জামান মিঠু ও শিল্পী রফি হক।
এবারে জাতীয় চারুকলা প্রদর্শনীতে ১০টি পুরস্কার প্রবর্তন করা হয়েছে। পুরস্কারগুলো যথাক্রমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে দুই লাখ টাকার সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার ১টি এবং ৪টি মাধ্যমে এক লাখ টাকার সম্মান পুরস্কার ৪টি। এছাড়াও এক লাখ টাকার বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার-১টি, পঞ্চাশ হাজার টাকার এবি ব্যাংক পুরস্কার-১টি, পঞ্চাশ হাজার টাকার ভাষা সৈনিক গাজীউল হক পুরস্কার-১টিসহ— সর্বমোট ১০টি পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রদানের লক্ষ্যে বিচারকমণ্ডলীর সদস্যবৃন্দ হলেন- শিল্পী  সৈয়দ আবুল বারক্ আলভী, শিল্পী মনসুর উল করিম, শিল্পসমালোচক মঈনউদ্দিন খালেদ, শিল্পী জামাল আহমেদ ও শিল্পী কনক চাঁপা চাকমা।
প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য পটচিত্র। আর এ পটচিত্র নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন শিল্পী শম্ভু আচার্য। ভালোবাসার সঙ্গে নিবিড় মনোযোগ দিয়ে বংশপরম্পরায় তারা আঁকড়ে ধরে রেখেছেন শিল্পটিকে। এ শিল্প নির্মাণের জন্য শিল্পীকে কারও মুখাপেক্ষী হতে হয় না। নবম প্রজন্মের এই শিল্পী তাদের বিশেষ ঘরানার গাজীর পট থেকে শুরু করে রাধা-কৃষ্ণ, বাউল, বৈষ্ণব, গ্রামীণ জীবনে নারী, বাংলার প্রকৃতি ইত্যাদি নানা বিষয়ে ৪১টি ছবি এঁকেছেন এই প্রদর্শনীর জন্য। তার কাজের বৈশিষ্ট্য হচ্ছে ক্যানভাস, রঙ- সব দেশজ উপকরণ থেকে হাতে তৈরি করেন।
ঢাকার ইএমকে সেন্টারের আয়োজনে পহেলা জুলাই শুরু হয়েছে শম্ভু আচার্যের একক চিত্র প্রদর্শনী ‘পটচিত্র কথা’। বর্ণময়তার উদ্ভাসিত শম্ভু আচার্যের পটচিত্র। বিচিত্র বিষয়ের সঙ্গে বিভাময় রঙের ব্যবহার ছুঁয়ে যায় শিল্পপ্রেমীর মন। দুই নারী, হাতপাখা হাতে রমণী, স্নানরতা নারী, গাজীর পট কিংবা কলা ও পাখি শিরোনামের চিত্রকর্মগুলোর সৃজন মাধুর্য ছুঁয়ে যায় শিল্পরসিকের মন। রঙের উজ্জ্বলতা হূদয়ে ছড়ায় প্রশান্তির আমেজ।
শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রদর্শনীটি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে ২৭ জুলাই পর্যন্ত।