হাওর বার্তা ডেস্কঃ বেশকিছু সমস্যার কারণে ‘ওলট পালট’ ছবিটি স্থগিত হয়ে গেছে। ছবিটির অভিনেতা আরিফিন শুভ এ দু:সংবাদটি ভক্তদের জানিয়েছেন।
এ বিষয়ে শুভ বলেন, ‘গল্প, শিডিউলসহ বেশ কিছু ব্যাপারে সমস্যা হচ্ছিল। পরবর্তীতে প্রোডাকশন হাউজ থেকেই ছবিটি স্থগিত করে দেওয়া হয়।’
ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে তারা বলছে স্থগিত মানে আর হবে না তা না, পরবর্তীতে প্রজেক্টটি নিয়ে আবার আগানো হবে।তবে এ ছবিটির জায়গায় শুভ অভিনয় করবেন রাজা চন্দ পরিচালিত ‘ভাইজান’-এ। এতে তার বিপরীতে থাকছেন তিশা।
কলকাতার রবি কিনাগীর পরিচালনায় ‘ওলট পালট’র বিভিন্ন চরিত্রে অভিনয়ের কথা ছিল প্রসেনজিৎ, মিম, যিশু, সোহম, পিয়া বিপাশা, তনুশ্রী, রোশান প্রমুখ। জাজের যৌথভাবে প্রযোজনার কথা ছিল গ্রীনটাচ এন্টারটেইনমেন্টের।