নিলয় হত্যাকাণ্ড: ‘আনসার আল ইসলামের’ দায় স্বীকার

ব্লগার নিলয় চক্রবর্তীকে হত্যার দায় স্বীকার করেছে আল কায়দা ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’। ওই সংগঠনের নামে গণমাধ্যমে পাঠানো এক ই-মেইলে এ দাবি করা হয়েছে। তবে স্বতন্ত্রভাবে ওই ইমেইলের সত্যতা যাচাই করা সম্ভব হয় নি। বিবৃতিটি সংগঠনের মুখপাত্র মুফতি আব্দুল্লাহ আশরাফের তরফ থেকে পাঠানো হয়। ‘আল্লাহর রাসুলকে (সা.) কটুক্তিকারী নিলয় নীল হত্যাকান্ডের দায়ভার গ্রহণ’ শীর্ষক বিবৃতিতে নিলয়কে আল্লাহ ও তাঁর রাসুলের দুশমন আখ্যা দিয়ে বলা হয়েছে, আনসাল আল ইসলামের মুজাহিদিনরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আরও বলা হয়, ‘আমরা, আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ, আল্লাহ’র রাসূল (তাঁর ওপর শান্তি বর্ষিত হোক) এর সম্মান রক্ষার্থে পরিচালিত প্রতিশোধমূলক এই হামলার সম্পুর্ণ দায়ভার গ্রহণ করছি’। বিবৃতির শেষে হুশিয়ারি দিয়ে বলা হয়, যদি তোমাদের ‘বাক-স্বাধীনতা কোন সীমানা মানতে প্রস্তুত না থাকে, তবে তোমাদের হৃদয় যেন আমাদের ‘চাপাতির স্বাধীনতা’র জন্য উন্মুক্ত থাকে। আমরা ভুলিনি আর আমরা অন্যদের ভুলবোনা ইনশাল্লাহ!’ গণমাধ্যমে বাংলা ও ইংরেজী উভয় ভাষাতে একাধিকবার বিবৃতিটি পাঠানো হয়। এর আগে এ ধরণের হত্যাকান্ডের পর এ সংগঠন দায় স্বীকার করলেও গণমাধ্যমে এ ধরণের ই-মেইল পাঠানোর ঘটনা প্রথম।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর