হাওর বার্তা ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজাল। এতে সংগীত পরিচালনার কাজ করেছেন প্রীতম চক্রবর্তী। এ জন্য তাকে একটি গিটার উপহার দেন শাহরুখ। আর শাহরুখের দেয়া এ উপহার নিলামে তুলেছেন প্রীতম।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ, সেখানে গিটার নিয়ে পোজ দেয়া প্রীতমের সঙ্গে দেখা গেছে তাকে। ছবির ক্যাপশনে এ অভিনেতা লিখেছেন, ‘এই গিটারের একটি নিজস্ব সফর রয়েছে। সিনেমার আগে এটি প্রীতমকে দিয়েছিলাম এবং বিনিময়ে তিনি আমাদের জব হ্যারি মেট সেজালের সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন।’
এর পরিপ্রেক্ষিতে একটি টুইটে প্রীতম লিখেছেন, ‘ধন্যবাদ স্যার, এটি আমার কাছে খুবই বিশেষ, যেমনটা জব হ্যারি মেট সেজাল সিনেমার গান। সদ্ব্যবহার স্বরূপ একটি দাতব্য সংস্থার জন্য এটি নিলামে তুলেছি।’
জব হ্যারি মেট সেজাল সিনেমার ‘সফর’ এবং ‘রাধা’ গান দুটি কম্পোজ করেছেন প্রীতম।
সিনেমাটি প্রযোজনা করেছেন রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এতে আনুশকা শর্মাকে সেজাল জাভেরি নামের এক গুজরাটি মেয়ের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে শাহরুখ খানকে দেখা যাবে হরিন্দর সিং নেহরা নামের এক যুবকের চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে জব হ্যারি মেট সেজাল।