ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডিভোর্স নিয়ে মুখ খুললেন মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় তারকা জুটি তাহসান-মিথিলার ডিভোর্স হয়ে গেছে গত মে মাসে। কিন্তু বিষয়টি নিয়ে তারা কেউ মুখ খুলছিলেন না। সর্বশেষ গত বছরের রমজানের বেশ কয়েকটি নাটকে তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেন। দীর্ঘদিন ধরে আলাদা থেকেও তাদের মধ্যকার ‘ঝামেলা’ মেটানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়, কিন্তু শেষ পর্যন্ত আসলে তা আলোর মুখ দেখেনি। বিচ্ছেদের পথেই হাঁটতে হলো এই তারকা দম্পতিকে। চলতি বছরের মে মাসে তাহসান-মিথিলার প্রায় ১১ বছরের সংসার আনিষ্ঠানিকভাবে ভেঙে গেছে।

ডিভোর্স নিয়ে মুখ খুললেন মিথিলা। তিনি বলেন, আমার কোনো অভিযোগ নেই। আমরা বিষয়টি আরও পরে সবাইকে জানানোর পরিকল্পকনা করেছিলাম। আসলে একটি বিষয় নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রোপটে একজন মেয়ের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়। কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে এটাই বাস্তবতা। আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তই নিতে হয়।

আমাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি সবাইকে জানানোর জন্য আমরা দুজনই আরেকটু সময় নিতে চেয়েছিলাম। কেননা এটা ছিল আমাদের ভক্তদের জন্য একটা আহত করার খবর। অন্তত যারা আমাদের শুভাকাক্সক্ষী ছিলেন। আমরা খেয়াল করলাম, দুজন মানুষ নিজ নিজ জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের ল্য হয়তো একরকম, আমার হয়তো আরেক রকম। তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে। আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর হলো না। আমাদের যখন বিয়ে হয়, তখন আমাদের দুজনের বয়সই অনেক কম ছিল।

তাহসান-মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০০৪ সালে। তখন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিার্থী। প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হন ২০০৬ সালে। তাহসানের সে সময় বয়স ছিল ২৬ এবং মিথিলার ২৩। মিথিলা বলেন, আমাদের ক্যারিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। ক্যারিয়ারের বিষয়ে আমাদের মধ্যে ঝামেলা ছিল না। কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল, ১১ বছর আগের একজন মানুষ আর পরের একজন এক থাকে না। অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আদর্শ কাপল হিসেবে সবার ওপরে ছিলেন তাহসান-মিথিলা জুটি। তাদের এই জুটি নতুন প্রজন্মের কাছে আদর্শ প্রেমের উদাহরণ ছিল। উঠতি তরুণ-তরুণীদের কাছে ঈর্ষার কারণ ছিলেন তারা। তাহসান-মিথিলার ঘরে রয়েছে একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান। মেয়েটি এখন মিথিলার কাছেই আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ডিভোর্স নিয়ে মুখ খুললেন মিথিলা

আপডেট টাইম : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় তারকা জুটি তাহসান-মিথিলার ডিভোর্স হয়ে গেছে গত মে মাসে। কিন্তু বিষয়টি নিয়ে তারা কেউ মুখ খুলছিলেন না। সর্বশেষ গত বছরের রমজানের বেশ কয়েকটি নাটকে তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেন। দীর্ঘদিন ধরে আলাদা থেকেও তাদের মধ্যকার ‘ঝামেলা’ মেটানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়, কিন্তু শেষ পর্যন্ত আসলে তা আলোর মুখ দেখেনি। বিচ্ছেদের পথেই হাঁটতে হলো এই তারকা দম্পতিকে। চলতি বছরের মে মাসে তাহসান-মিথিলার প্রায় ১১ বছরের সংসার আনিষ্ঠানিকভাবে ভেঙে গেছে।

ডিভোর্স নিয়ে মুখ খুললেন মিথিলা। তিনি বলেন, আমার কোনো অভিযোগ নেই। আমরা বিষয়টি আরও পরে সবাইকে জানানোর পরিকল্পকনা করেছিলাম। আসলে একটি বিষয় নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রোপটে একজন মেয়ের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়। কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে এটাই বাস্তবতা। আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তই নিতে হয়।

আমাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি সবাইকে জানানোর জন্য আমরা দুজনই আরেকটু সময় নিতে চেয়েছিলাম। কেননা এটা ছিল আমাদের ভক্তদের জন্য একটা আহত করার খবর। অন্তত যারা আমাদের শুভাকাক্সক্ষী ছিলেন। আমরা খেয়াল করলাম, দুজন মানুষ নিজ নিজ জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের ল্য হয়তো একরকম, আমার হয়তো আরেক রকম। তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে। আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর হলো না। আমাদের যখন বিয়ে হয়, তখন আমাদের দুজনের বয়সই অনেক কম ছিল।

তাহসান-মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০০৪ সালে। তখন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিার্থী। প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হন ২০০৬ সালে। তাহসানের সে সময় বয়স ছিল ২৬ এবং মিথিলার ২৩। মিথিলা বলেন, আমাদের ক্যারিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। ক্যারিয়ারের বিষয়ে আমাদের মধ্যে ঝামেলা ছিল না। কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল, ১১ বছর আগের একজন মানুষ আর পরের একজন এক থাকে না। অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আদর্শ কাপল হিসেবে সবার ওপরে ছিলেন তাহসান-মিথিলা জুটি। তাদের এই জুটি নতুন প্রজন্মের কাছে আদর্শ প্রেমের উদাহরণ ছিল। উঠতি তরুণ-তরুণীদের কাছে ঈর্ষার কারণ ছিলেন তারা। তাহসান-মিথিলার ঘরে রয়েছে একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান। মেয়েটি এখন মিথিলার কাছেই আছে।