হাওর বার্তা ডেস্কঃ শেরপুরের নকলায় আউশ ধানের মাঠ পরিদর্শন করেছেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (বিভাগীয় এডি) কৃষিবিদ আসাদুল্লাহ।আজ বৃহস্পতিবার দুপুরে বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী ব্লকের মোজারকান্দা, ছোটমোজার, বানেশ্বরদী, খন্দকার পাড়াসহ বেশ কয়েকটি এলাকার নেরিকা মিউট্যান্ট ও ব্রিধান-৪৮ জাতের উচ্চ ফলনশীল আউশ ধানের ক্ষেত পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, বানেশ্বরদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইসমাতুন মাসুমা জাহান পলাশী ও আশরাফুন নাহার, অগ্নিবীনা ক্ষুদ্র কৃষক আইপিএম ক্লাবের সভাপতি কিতাব আলীসহ স্থানীয় অনেক কৃষক কৃষানি উপস্থিত ছিলেন।