বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কিশোরগঞ্জ জেলার পাতোয়াইর গ্রামে। এটি কিশোরনঞ্জ শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত। পাতোয়াইর গ্রামের পাশেই ফুলেশ্বরী নদী। মধ্যযুগের প্রখ্যাত কবি দ্বিজবংশী দাসের কন্যা এই মহিলা কবি চন্দ্রাবতী। বাল্যকালে চন্দ্রাবতীর বন্ধু ও খেলার সাথী ছিলেন জয়ানন্দ নামের এক বালক৷ জয়ানন্দের সাথে তার গভীর প্রেম ছিল। কৈশোর উত্তীর্ন হলে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে স্থির করেন ৷ বিবাহের দিনও স্থির হয় ৷ ইতিমধ্যে জয়ানন্দ অন্য এক রমনীর প্রেমে পড়ে যান এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জয়ানন্দের সাথে বিয়ে না হওয়ায় তিনি আর বিবাহবন্ধনে আবদ্ধ হননি।
চন্দ্রাবতী পিতার কাছে অনুমতি নেন যে সারা জীবন অবিবাহিত থেকে তিনি শিবের সাধনা করবেন ৷ তাঁর পিতা তার জন্য একটি শিবের মন্দির নির্মান করিয়ে দেন ৷ এই শিবমন্দিরে বসেই কবি চন্দ্রাবতী পূজা অর্চনা করতেন এবং রামায়ণ লিখতেন।
সংবাদ শিরোনাম
বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি, কিশোরগঞ্জ
- Reporter Name
- আপডেট টাইম : ০১:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
- ৪৮০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ