ভিয়েতনামে ঝড়ে নিহত ৪

হাওর বার্তা ডেস্কঃ  ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় তালাস এলাকায় সোমবার ঝড়ে চারজন মারা গেছে। এছাড়া অপর পাঁচজন নিখোঁজ হয়েছে। এটা চলতি বছর দেশটিতে আঘাত হানা দ্বিতীয় গ্রীষ্মমণ্ডলীয় ঝড়।

বুধবার ভিয়েতনামের জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি জানায়, ঝড়ের আঘাতে অর্ধশত বাড়িঘর ধসে পড়েছে এবং ৪ হাজার ২শ’র বেশি বাড়ির ছাদ উড়ে গেছে। খবর সিনহুয়ার।

এছাড়াও ভিয়েতনাম নৌবাহিনীর একটি নৌযান, ৫৩টি মাছ ধরার জাহাজ ও নৌকা এবং বজরা (প্রমোদতরী) ডুবে গেছে। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতে প্রায় ৫০ হাজার হেক্টর ধান ও অন্যান্য ফসলীক্ষেত পানিতে তলিয়ে গেছে।

ভিয়েতনামের পরিসংখ্যান অফিস জানায়, এর আগে বছরের প্রথমভাগে প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ২৭ জন মারা যায় বা নিখোঁজ হয়, অপর ৩০ জন আহত এবং ৫ হাজার ৯০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ১১ হাজার ৪০০ হেক্টর ফসলী জমি পানিতে তলিয়ে যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর