হাওর বার্তা ডেস্কঃ চাঁদপুরের হাইমচরে একটি স্কুলে মানবসেতু তৈরি করে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছেন হাইকোর্ট। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাঁকে চাদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সাহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রুলের শুনানি নিয়ে এ আদেশ দেন।
গত ৩০ জানুয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থী মিলে একটি ‘মানবসেতু’ তৈরি করে। সে সেতুর ওপর উপুড় হয়ে শুয়ে ছিল আরও কয়েক ছাত্র। আর সে মানবসেতুর ওপর হাসিমুখে হেঁটে যান চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। ঘটনাটির পাশে থেকে স্কুলের স্ট্যান্ডিং কমিটির সভাপতি হুমায়ন কবির পাটোয়ারী ও প্রধান শিক্ষক মোশারফ হোসেন উপভোগ করেন।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার ছবি ও ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে জনমনে প্রতিবাদের ঝড় ওঠে
এ ঘটনায় এক শিক্ষার্থীর অভিভাবক উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষকসহ ৫ জনকে আসামি করে মামলা করেন। পরে তিনি ২৯ মার্চ জামিন পান।