ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সেবার মান নিশ্চিত করতেও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ এর বৈঠকে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও মোবাইল অপারেটরদের ইন্টারনেট সেবা নিয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে ইন্টারনেট সংযোগ নিশ্চিতে যেসব প্রকল্প নেয়া হয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করারও তাগাদা দেন। তথ্য-প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে সেবা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হল- বাংলাদেশের সাধারণ মানুষ, শুধু শহরের মানুষ নয়, গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন সমান সুযোগ পায়।
সংবাদ শিরোনাম
ইন্টারনেটের দাম সামর্থ্যের মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫
- ৩৭৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ