হাওর বার্তা ডেস্কঃ নবম ওয়েজ বোর্ড ঘোষণা ও আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলসহ বিভিন্ন দাবিতে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সাংবাদিকদের সংগঠন বিএফইউজে ও ডিইউজে।
সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, সাংবাদিক শাহেদ খান ও রমজান আলীকে হত্যাচেষ্টায় জড়িতদের শাস্তি, সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সারাদেশে সাংবাদিক হয়রানি-নির্যাতন বন্ধ করা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক যুক্ত বিবৃতিতে বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।