হাওর বার্তা ডেস্কঃ পাইরেসির কবল থেকে মুক্তি পাচ্ছে না ঢালিউড চলচ্চিত্র। মাত্র কয়েক দিন আগেই পাইরেসি হয়েছে শাকিব-অপু অভিনীত চলচ্চিত্র ‘রাজনীতি’। এবার পাইরেসির কবলে পড়ল শাকিব খান-শুভশ্রী অভিনীত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নবাব’।
মোবাইল ক্যামেরায় ধারণকৃত ছবিটি এখন পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টি এখনো জানেন না প্রযোজনা প্রতিষ্ঠান
জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন। তিনি বলেন, ‘জাজ ডিজিটাল পদ্ধতিতে সিনেমা প্রদর্শন করে। সেখানে পাইরেসি হওয়ার কথা না। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।’
তিনি বলেন, ‘কয়েক দিন আগে একজন ভিডিও করার সময় ধরা হয়েছিল। তিনি কলম ক্যামেরা দিয়ে সিনেমা হল থেকে জাজের একটি ছবি ভিডিও করছিলেন। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’
যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’-এ অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী, অমিত হাসান, সব্যসাচী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জী প্রমুখ। জয়দীপ মুখার্জী পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।