আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিএনপির মধ্যে সংকট থাকার কারণে বার বার তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে। তাদের দোদ্যুলমানতাই প্রমাণ করছে তারা রাজনীতি দোষে দুষ্ট। তিনি বলেন, বিএনপির কে যে ‘মুখ’ আর কে যে ‘পাত্র’ বুঝা মুশকিল।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোমবার দুপুরে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপির মধ্যে বর্তমানে দু’টি গ্রুপ সক্রিয়। শক্তিশালী গ্রুপটি চেষ্টা করছে বিকৃত রাজনীতির পথ পরিহার করে দলকে জনকল্যাণমুখী করতে। অপর গ্রুপটি চাচ্ছে জঙ্গিবাদী, মুক্তিযুদ্ধবিরোধী চক্রের সাথে রাজনীতি করতে।’
তিনি বলেন, ‘‘কয়েকদিন আগে জমির উদ্দিন সরকার সাহেব বললেন, ‘এখন কোনো কিছু লাগবে না, কোনো রকম একটা নির্বাচন হইলেই হইব। শেখ হাসিনার অধীনেও যাইতে রাজি আছি।’ কিন্তু কালকে (রবিবার) আবার কয়, ‘মধ্যবর্তী না, আমরা নতুন নির্বাচন চাই।’ এটা তাদের নতুন কথা। এটাই যদি সিদ্ধান্ত হয়, তাহলে তাদের অবস্থান পরিষ্কার হল।’’
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘নতুন নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে। নতুন নির্বাচন কখন হয়, কিভাবে হয় তাও সংবিধানে লেখা আছে। সেই অনুযায়ী নির্বাচন হবে। তাহলে তো রাজনৈতিক সঙ্কট সমাধান হয়ে গেল। আমার আশা, এ বিষয়ে বিএনপি তার সিদ্ধান্তে অটল থাকবে। আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দেশের রাজনীতি আর অস্থিতিশীল হয়ে উঠবে না। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিরপেক্ষ হবে। তাতে সকল দলের অংশগ্রহণ করতে সবাইকেই কাজ করতে হবে।’
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘২৬ হাজার পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেবে, এটা ভাল সংবাদ। তারা যদি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয় তাহলে তাদের নিয়োগটা কে দেবে? পাবলিক সার্ভিস কমিশন, না স্বরাষ্ট মন্ত্রণালয়? এটা সংবিধানে বলা আছে। সংবিধান দেখেই ঠিক করে নিন। তা নাহলে এ নিয়োগ প্রক্রিয়াটাই থমকে যাবে।’
মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে তা ভাল সিদ্ধান্ত। এটা নিয়ে সংকট তৈরি হওয়ার আগে তাদের কাগজপত্র পরীক্ষা করে বৈধদের জন্য একটি বিকল্প ব্যবস্থা করা দরকার। এই অটোরিকশার সঙ্গে সাধারণ মানুষের যাতায়াত ও শ্রমিকদের বেকারত্বের বিষয়টি জড়িত।’