ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাড়ির টানে…

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ   এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থান করছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। স্বামী রাশেক মালেকের সঙ্গে দিব্যি সংসার করছেন সেখানে। গেল বছর মার্কিন মুল্লুকে পাড়ি দেয়ার সময় বলেছিলেন দেশে আর ফিরতে নাও পারেন। অবশ্য এবার একটি সুখবর দিলেন তিনি। রিচি দেশে ফিরবেন। তবে এখানে স্থায়ীভাবে থাকার জন্য নয়। আসবেন নাড়ির টানে। যে দেশের বুকে জন্ম নিয়েছেন সেই মমতময়ী মাকে দেখে যেতে চান রিচি। বুধবার রাতে (বাংলাদেশ সময়) মানবজমিনের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। রিচি বলেন, দেশে আসার পরিকল্পনা আছে। বিদেশে থাকলেও মনটা তো জন্ম-ভূমিতেই পড়ে থাকে। দেশের মানুষ, আত্মীয়- স্বজন সবাইকে অনেক মিস করি। তাই একবার এসে ঘুরে যাবো। সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করবো। কবে আসবেন এমন প্রশ্নে রিচি জানান, এখনো সেটা নিশ্চিত করে বলতে পারছি না। আমার এখানে কিছু কাজ রয়েছে। সেসব শেষ করে তবেই দেশে আসবো বেড়াতে। কেমন চলছে প্রবাসে সংসার জীবন? রিচি বলেন, আমি বেশ ভালো আছি… আলহামদুলিল্লাহ। সবাই আমাকে ও পরিবারের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, ১৯৯৮ সালে বেগম মমতাজের রচনায় ফারুক ভূঁইয়া প্রযোজিত ধারাবাহিক নাটক ‘বেলা অবেলা’র মধ্য দিয়ে রিচি সোলায়মানের মিডিয়ায় অভিষেক ঘটে। এতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস। এরপর তিনি অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। রিচি অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো, ‘নাবিলা চরিত’, ‘নীড়’, ‘জোছনাকাল’, ‘বনলতা সেন’, ‘অনুরাগ’, ‘অন্ধকারের ফুল’, ‘ময়ূরবাহন’, ‘নিশীথে’, ‘ত্যাগ’ ইত্যাদি। তার অভিনীত প্রতিটি নাটকই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ২০০৮ সালের ১৪ই ডিসেম্বর আমেরিকা প্রবাসী বাঙালি রাশেক-উর-রহমান মালেককে বিয়ে করেন রিচি সোলায়মান। রাশেক নিউ ইয়র্কে পুলিশ বিভাগে কর্মরত। ২০১০ সালের অক্টোবরে রিচি-রাশেক দম্পতির কোলজুড়ে আসে এক ফুটফুটে সন্তান। তার নাম রায়ান রিদোয়ান মালিক। রিচি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন অনেক নাটক। ‘নীলাঞ্জনা’ নামে রিচির একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নাড়ির টানে…

আপডেট টাইম : ০১:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ   এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থান করছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। স্বামী রাশেক মালেকের সঙ্গে দিব্যি সংসার করছেন সেখানে। গেল বছর মার্কিন মুল্লুকে পাড়ি দেয়ার সময় বলেছিলেন দেশে আর ফিরতে নাও পারেন। অবশ্য এবার একটি সুখবর দিলেন তিনি। রিচি দেশে ফিরবেন। তবে এখানে স্থায়ীভাবে থাকার জন্য নয়। আসবেন নাড়ির টানে। যে দেশের বুকে জন্ম নিয়েছেন সেই মমতময়ী মাকে দেখে যেতে চান রিচি। বুধবার রাতে (বাংলাদেশ সময়) মানবজমিনের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। রিচি বলেন, দেশে আসার পরিকল্পনা আছে। বিদেশে থাকলেও মনটা তো জন্ম-ভূমিতেই পড়ে থাকে। দেশের মানুষ, আত্মীয়- স্বজন সবাইকে অনেক মিস করি। তাই একবার এসে ঘুরে যাবো। সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করবো। কবে আসবেন এমন প্রশ্নে রিচি জানান, এখনো সেটা নিশ্চিত করে বলতে পারছি না। আমার এখানে কিছু কাজ রয়েছে। সেসব শেষ করে তবেই দেশে আসবো বেড়াতে। কেমন চলছে প্রবাসে সংসার জীবন? রিচি বলেন, আমি বেশ ভালো আছি… আলহামদুলিল্লাহ। সবাই আমাকে ও পরিবারের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, ১৯৯৮ সালে বেগম মমতাজের রচনায় ফারুক ভূঁইয়া প্রযোজিত ধারাবাহিক নাটক ‘বেলা অবেলা’র মধ্য দিয়ে রিচি সোলায়মানের মিডিয়ায় অভিষেক ঘটে। এতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস। এরপর তিনি অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। রিচি অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো, ‘নাবিলা চরিত’, ‘নীড়’, ‘জোছনাকাল’, ‘বনলতা সেন’, ‘অনুরাগ’, ‘অন্ধকারের ফুল’, ‘ময়ূরবাহন’, ‘নিশীথে’, ‘ত্যাগ’ ইত্যাদি। তার অভিনীত প্রতিটি নাটকই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ২০০৮ সালের ১৪ই ডিসেম্বর আমেরিকা প্রবাসী বাঙালি রাশেক-উর-রহমান মালেককে বিয়ে করেন রিচি সোলায়মান। রাশেক নিউ ইয়র্কে পুলিশ বিভাগে কর্মরত। ২০১০ সালের অক্টোবরে রিচি-রাশেক দম্পতির কোলজুড়ে আসে এক ফুটফুটে সন্তান। তার নাম রায়ান রিদোয়ান মালিক। রিচি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন অনেক নাটক। ‘নীলাঞ্জনা’ নামে রিচির একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে।