ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালে শহীদ কামরুজ্জামানের স্ত্রীকে দেখতে না যাওয়ায় ক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ২৮৪ বার

জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামরুজ্জামানের স্ত্রী জাহানারা জামান তিন দিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সময়ের মধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাকে দেখতে যাননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে সমালোচনা হচ্ছে।

শহীদ কামরুজ্জামান ও জাহানারা জামানের ছেলে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন এ ঘটনায় কষ্ট পেয়েছেন বলে তার এক বিশ্বস্ত সহকর্মী জানিয়েছেন।

খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী মীর ইশতিয়াক আহমেদ লিমন বলেন, ‘তিনি (জাহানারা জামান) তিন দিন ধরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে আরো কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

এখন পর্যন্ত আওয়ামী লীগের কোন কোন নেতা ও মন্ত্রী তাকে হাসপাতালে দেখতে গেছেন, এ এক প্রশ্নের জবাবে লিমন বলেন, ‘এখনো তেমন কেউ দেখতে আসেননি।’

খায়রুজ্জামান লিটন তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান লিমন।

ফেসবুকে আসিফ আবেদীন নামের তরুণ লিখেছেন, জাতীয় চার নেতার একজন এ এইচ এম কামরুজ্জামান। তার সহধর্মিনী তিন দিন ধরে ঢাকার বারডেম হাসপাতালে কাটাচ্ছেন। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, পারিবারের লোক এবং রাজশাহী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কিছু নেতা ছাড়া জাতীয় পর্যায়ের কোনো নেতা এখনো উনাকে হাসপাতালে দেখতে যান নাই। আমাদের প্রধানমন্ত্রী অনেককে দেখতে হাসপাতালে ছুটে যান। কিন্তু কামরুজ্জামান সাহেবের অসুস্থ সহধর্মিনীকে বারডেমে গিয়ে দেখার কোনো সময় নাই। আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবিনয়ে অনুরোধ করব, একটু সময় বের করে বারডেম গিয়ে তাকে দেখে আসার জন্য, চিকিৎসার খবর নেওয়ার জন্য।’

জাহানারা জামান বেশ কিছুদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হাসপাতালে শহীদ কামরুজ্জামানের স্ত্রীকে দেখতে না যাওয়ায় ক্ষোভ

আপডেট টাইম : ১০:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫

জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামরুজ্জামানের স্ত্রী জাহানারা জামান তিন দিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সময়ের মধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাকে দেখতে যাননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে সমালোচনা হচ্ছে।

শহীদ কামরুজ্জামান ও জাহানারা জামানের ছেলে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন এ ঘটনায় কষ্ট পেয়েছেন বলে তার এক বিশ্বস্ত সহকর্মী জানিয়েছেন।

খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী মীর ইশতিয়াক আহমেদ লিমন বলেন, ‘তিনি (জাহানারা জামান) তিন দিন ধরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে আরো কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

এখন পর্যন্ত আওয়ামী লীগের কোন কোন নেতা ও মন্ত্রী তাকে হাসপাতালে দেখতে গেছেন, এ এক প্রশ্নের জবাবে লিমন বলেন, ‘এখনো তেমন কেউ দেখতে আসেননি।’

খায়রুজ্জামান লিটন তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান লিমন।

ফেসবুকে আসিফ আবেদীন নামের তরুণ লিখেছেন, জাতীয় চার নেতার একজন এ এইচ এম কামরুজ্জামান। তার সহধর্মিনী তিন দিন ধরে ঢাকার বারডেম হাসপাতালে কাটাচ্ছেন। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, পারিবারের লোক এবং রাজশাহী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কিছু নেতা ছাড়া জাতীয় পর্যায়ের কোনো নেতা এখনো উনাকে হাসপাতালে দেখতে যান নাই। আমাদের প্রধানমন্ত্রী অনেককে দেখতে হাসপাতালে ছুটে যান। কিন্তু কামরুজ্জামান সাহেবের অসুস্থ সহধর্মিনীকে বারডেমে গিয়ে দেখার কোনো সময় নাই। আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবিনয়ে অনুরোধ করব, একটু সময় বের করে বারডেম গিয়ে তাকে দেখে আসার জন্য, চিকিৎসার খবর নেওয়ার জন্য।’

জাহানারা জামান বেশ কিছুদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছেন।