হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় গায়ক আসিফ আকবর এবার বাংলা-হিন্দির সংমিশ্রণে গান গাইলেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘সাজনা’ শিরোনামের গানটির লিরিক্যাল ভিডিও। এর কথা ও সুর করেছেন তরুণ মুন্সী।
গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘নতুন গানটির কথা ও সুর মুগ্ধ অসাধারণ। এ জন্য আমি তরুণ মুন্সীকে ধন্যবাদ দিতে চাই। গানটির কথাতে বাংলা-হিন্দি শব্দের মিশ্রণ ঘটিয়েছেন তিনি। একই সঙ্গে গানটির সুর ও সঙ্গীতেও নতুনত্ব রয়েছে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে গানটি গেয়ে আমার ভালো লেগেছে।’
এ প্রসঙ্গে তরুণ মুনসী বলেন, ‘আসিফ ভাইয়ের গায়কী নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি চেষ্টা করেছি তার এ মাদকতাময় কণ্ঠে শ্রোতাদের জন্য নতুন কিছু উপহার দেয়ার জন্য। গানটি শ্রোতাদের পছন্দ হলে আমাদের চেষ্টা সফল হবে।