হাওর বার্তা ডেস্কঃ সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার এর আগেও অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়েছেন। নিজে মুখে তুলে খাবার দিয়েছেন এই মাটির মানুষের এমপি। বৃহস্পতিবার ঢাকা থেকে শ্যামনগর ফেরার পথে নিজ নির্বাচনী এলাকার শুরুতে কালীগঞ্জ উপজেলার ফুলতলা বাসস্ট্যাণ্ড অতিক্রম করার সময় লক্ষ্য করেন ছেঁড়া গেঞ্জী গায়ে একজন বয়স্ক ভ্যানচালক যাত্রীর জন্য অপেক্ষা করছেন।
দেখামাত্রই জগলুল হায়দার গাড়ী থামাতে বলেন। এসময় গাড়ীতে থাকা নিজের জন্য কেনা ঈদের পাঞ্জাবীটি সাথে নিয়ে তিনি গাড়ি থেকে নেমে পড়েন এবং ঐ ভ্যানচালকের পাশে গিয়ে পাঞ্জাবীটি তার গায়ে পরিয়ে দেন। নিজেদের অাসনের স্বয়ং এমপির এমন মহানুভবতা দেখে অানন্দে ভরে ওঠে ঐ ভ্যানচালকের হৃদয়। এ দৃশ্য দেখে অারও বহু লোক সেখানে হাজির হন। সবাই জগলুল হায়দারের এমন কাজে সাধুবাদ জানান।
এরপর এস, এম জগলুল হায়দার এমপি এই মাহে রমজানে সকলের কাছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বিদায় নেন।